মেলা দেখে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় আহত ৩ । মালদা-পিরানা পির থেকে মেলা দেখে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় আহত হলেন তিনজন। চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। মর্মান্তিক পথো দুর্ঘটনা ঘটেছে বুধবার সকালে মালদা জেলার মানিকচক থানার কালিন্দী এলাকায়। আহতরা হলেন সেজাউল মমিন বয়স(১৯) বছর। শামীম অন্সারি বয়স(২৮) বছর ও হাশেম রাজা বয়স(২৭) বছর।
তাদের প্রত্যেকেরই বাড়ি মালদা জেলা চাচল থানার কাশিমপুর এলাকায়। স্থানীয় পরিবার সূত্রে জানা যায় গতকাল রাতে নিজের পার্সোনাল গাড়ি নিয়ে পাঁচ জন মিলে এসেছিলেন মেলা দেখতে পিরানা পির এলাকায়। মেলা দেখে আজ ভোররাতে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হয়। যাওয়ার সময় মানিকচকের কালিন্দী এলাকায় গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে লাইটপোস্টে গিয়ে ধাক্কা মারে। এই ঘটনায় গাড়িচালকসহ মোট তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য আনে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন সকলেই
আরও পড়ুন – প্রবল বর্ষণ মালদায়-খুশির ঈদে অখুশি রইলেন মুসলিম সম্প্রদায়!
উল্লেখ্য, মেলা দেখে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় আহত ৩ । মালদা-পিরানা পির থেকে মেলা দেখে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় আহত হলেন তিনজন। চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। মর্মান্তিক পথো দুর্ঘটনা ঘটেছে বুধবার সকালে মালদা জেলার মানিকচক থানার কালিন্দী এলাকায়। আহতরা হলেন সেজাউল মমিন বয়স(১৯) বছর। শামীম অন্সারি বয়স(২৮) বছর ও হাশেম রাজা বয়স(২৭) বছর। তাদের প্রত্যেকেরই বাড়ি মালদা জেলা চাচল থানার কাশিমপুর এলাকায়।
স্থানীয় পরিবার সূত্রে জানা যায় গতকাল রাতে নিজের পার্সোনাল গাড়ি নিয়ে পাঁচ জন মিলে এসেছিলেন মেলা দেখতে পিরানা পির এলাকায়। মেলা দেখে আজ ভোররাতে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হয়। যাওয়ার সময় মানিকচকের কালিন্দী এলাকায় গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে লাইটপোস্টে গিয়ে ধাক্কা মারে। এই ঘটনায় গাড়িচালকসহ মোট তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য আনে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন সকলেই