নিজস্ব সংবাদদাতা, উত্তর২৪পরগণা, ২৩ নভেম্বর, দেগঙ্গায় ফের অজানা জ্বরে মৃত্যু যুবকের আজিজুল হক(বয়স ৩৩)। পরিবারের দাবি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে যুবকের।সাতদিন আগে জ্বর,মাথার যন্ত্রণা,বমিতে আক্রান্ত হয়ে প্রথমে বিশ্বনাথ পুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করানো হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে বারাসত সদর হাসপাতালে রেফার করা হয়। সেখানে থেকেও পরে আর জি কর হাসপাতালে রেফার করা হয়। গতকাল সেখানেই মারা যায় সেই যুবক।
পরিবারের অভিযোগ, আর জি কর হাসপাতালে সঠিক চিকিৎসার অভাব এবং অবহেলার জন্য যুবকের ভালো চিকিৎসা করা হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষ উল্টে যুবকের পরিবারকে অনেক হয়রানি করিয়েছে। জ্বরে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়।