ফের অস্ত্র উদ্ধার কলকাতায়! গ্রেফতার 2 যুবক

ফের অস্ত্র উদ্ধার কলকাতায়! গ্রেফতার 2 যুবক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

কলকাতা – খাস কলকাতায় ফের অস্ত্র উদ্ধার! বেআইনি অস্ত্র উদ্ধার করেছে কলকাতা পুলিশের এসটিএফ। গোপন সূত্রে খবর পেয়ে প্রগতি ময়দান থানার অন্তর্গত জেবিএস হ্যালডেন অ্যাভিনিউ এলাকা থেকে দুটি ৭এমএম বন্দুক, সঙ্গে দুটি ভর্তি ও একটি খালি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। বেআইনি অস্ত্র রাখার অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।নাশকতার কোনও ছক ছিল কি না, খতিয়ে দেখছে পুলিশ।



পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দুই ব্যক্তির নাম মোবারক হোসেন ওরফে সাহেব শেখ। বয়স ২৬ বছর। দ্বিতীয় জন আব্রাহিম শেখ। বয়স ২৫ বছর। তাদের দু’জনেরই বাড়ি মালদহের কালিয়াচক থানার নারায়ণপুর গ্রামে। এসটিএফের কাছে গোপন সূত্রে খবর আসে এই দুই যুবক বেআইনিভাবে অস্ত্র মজুত করেছে। খবর পেয়েই অভিযান চালায় পুলিশ। ধৃতদের আটক করে তল্লাশি চালান আধিকারিকরা। তখনই তাদের থেকে দুটি ৭এমএম পিস্তল উদ্ধার করা হয়। ধৃত মোবারকের থেকে একটি ৭এমএম পিস্তল ও দুটি ভর্তি কার্তুজ ও আব্রাহিমের থেকে একটি খালি কার্তুজ ও একটি পিস্তল পাওয়া যায়। তারপরই যুবকদের গ্রেপ্তার করে পুলিশ।



ধৃতরা কেন অস্ত্র মজুত করছিল? তাদের নাশকতার কোনও ছক ছিল কি না, সঙ্গে তারা এই পিস্তলগুলি কোথা থেকে পেল উঠছে সেই প্রশ্ন। ধৃত দুই যুবক কোনও গ্যাংয়ের সঙ্গে যুক্ত কি না, উঠছে সেই প্রশ্নও। মালদহ থেকে কলকাতায় তারা কী করত? ওই জেলার কোনও অপরাধমূলক কাজের সঙ্গে তারা যুক্ত কি না সব কিছু খতিয়ে দেখছে পুলিশ। অস্ত্র আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top