দিল্লি – আইআইটি খড়্গপুরে ফের ঘটল মর্মান্তিক ঘটনা। বিআর আম্বেদকর হল থেকে উদ্ধার হল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র হর্ষকুমার পাণ্ডের ঝুলন্ত দেহ। ঝাড়খণ্ডের বাসিন্দা হর্ষকুমার শনিবার দুপুর থেকে নিজের রুমে ছিলেন। অনেকক্ষণ দরজা বন্ধ থাকায় সন্দেহ হয় সহপাঠীদের। তাঁরা দরজা খুলে দেখেন সহপাঠীর নিথর দেহ ঝুলছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হিজলি ফাঁড়ির পুলিশ। দেহ উদ্ধার করে পাঠানো হয় ময়নাতদন্তে। পুলিশ জানিয়েছে, মৃত্যুর কারণ রিপোর্ট হাতে আসার পরই নিশ্চিত হওয়া যাবে। এ নিয়ে চলতি বছরে আইআইটি খড়্গপুরে ষষ্ঠ ছাত্রের অস্বাভাবিক মৃত্যু হলো। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা ক্যাম্পাসে।
