ফের আদিবাসীদের দৃষ্টি আর্কষন বিজেপির, এবার আদিবাসী গৃহে মধ্যাহ্নভোজন সৌমিত্র লকেটের। গত ২০২০ এর নভেম্বরে বাঁকুড়ার এক আদিবাসী গৃহে মধ্যাহ্নভোজন সেরেছিলেন ভারতবর্ষের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। তার পর থেকেই একাধিক বিজেপি নেতৃত্বকে দেখা গেছে আদিবাসী গৃহস্তে গিয়ে আহার সারতে। তাহলে কি আদিবাসী সম্প্রদায়ের দৃষ্টি নিক্ষেপ করতে বার বার এই প্রচেষ্টা বিজেপি শিবিরের?? নাকি রাজনীতিতে তরুপের তাস হয়ে উঠেছে আদিবাসী সম্প্রদায় এটাই এখন বড় প্রশ্ন চিহ্ন??
বুধবার ফের বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি ব্লকের নবকল্যানপুর গ্রামে মধ্যাহ্নভোজন সারতে দেখা গেল দুই বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জী এবং সৌমিত্র খাঁ কে । গ্রাম বাংলার আদি কলাপাতায় খাবার খেলেন তারা। খাবারের তালিকায় ছিল – পাতিলেবু, ঘি, আলু ও বেগুন ভাজা, ভাত, ডাল, তরকারি, পোস্ত, মাছ, চাটনি, পাপড় শেষ পাতে ছিল রসগোল্লাও।
পঞ্চায়েত ভোটের পূর্বে আদিবাসীদের মন পেতে ফের এই প্রয়াস,উঠেছে প্রশ্ন। এদিন সংবাদ মাধ্যমের ক্যামেরার মুখোমুখি হয়ে সৌমিত্র বাবু ফের একবার অনুব্রত প্রসঙ্গে বলে গেলেন, বাঁকুড়াতেও চোরে ভর্তি,পাপ করলে পাপের প্রায়েসচিত্ত করতেই হবে। অন্যদিকে লকেট চ্যাটার্জী জানান, আমদের সরকার বরাবরই আদিবাসীদের কথা ভেবেছেন ভবিষ্যতেও ভাববে।
আরও পড়ুন – গণেশ চতুর্থীতে চাঁদের দিকে তাকাতে নেই কেন? জানুন এর পৌরাণিক কাহিনি
আদিবাসী সম্প্রদায়ের বাড়িতে মধ্যাহ্নভোজন নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। গঙ্গাজলঘাটি ব্লক তৃণমূল কংগ্রেসের সম্পাদক নিমাই মাঝি বলেন পঞ্চায়েত ভোটের আগে আদিবাসী সম্প্রদায় কে নিয়ে নাটক করছে বিজেপি। এভাবে ভোটে জেতা যায় না । এর আগেও বাঁকুড়ায় অমিত শাহ এসে আদিবাসী পরিবারে মধ্যাহ্নভোজন করে অনেক প্রতিশ্রুতি দিয়ে গেছিলেন। আজ তার একটিও পূরণ হয়নি। ভোটের আগে এরা শুধু নাটক করে। তবে এখন শুধু সময়ের অপেক্ষা পঞ্চায়েত ভোটের আগে কি আদিবাসীদের মন পেয়ে জয়লাভ করবে বিজেপি শিবির, নাকি ভরাডুবি হবে তাদের শিবিরের।