ফের আন্দোলনে সোচ্চার হল সিপিআইএম

ফের আন্দোলনে সোচ্চার হল সিপিআইএম

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ছাত্র ও যুব নেতা সাগর শর্মা ও অনারুল হকের মুক্তির দাবিতে ফের আন্দোলনের সোচ্চার হল সি পি আই এম।মঙ্গলবার সি পি আই এমের এন জে পি এরিয়া কমিটির উদ্যগে এক বিক্ষোভ সভার আয়োজন করা হয় গেট বাজার এলাকায়।অভিযোগ মার্চ মাসের দোল পুর্নিমার সময় মানুষের সাহাযার্থে গিয়ে তৃনমুলের প্রত্যক্ষ্য ও পরক্ষ্য মদতে প্রসাসনের কর্তা ব্যাক্তিরা আটক করে ওই দুই যুব নেতাকে।তার পর দীর্ঘ দুমাস পেরিয়ে গেলেও আজও তারা জেলে বন্দি।তাদের দ্রুত মুক্তির দাবিতে ইতিমধ্য আন্দোলন সংগঠিত করে চলেছে জেলা বামফ্রন্ট।একই ধারায় মঙ্গলবারও এই আন্দোলনে সরব হয় তারা।এদিনের বিক্ষোভ সভায় উপস্থিত ছিলেন মেয়র তথা বামফ্রন্ট আহ্বায়ক অশোক ভট্টাচার্জ,সহ সিপিএম নেতা শরদিন্দু চিক্রবর্তি,দিলীপ সিং,দিবস চৌবে সহ একাধিক নেতৃত্ব।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top