নিজস্ব সংবাদদাতা ২৮ নভেম্বর ২০২০:
ছয় পাকিস্তানি ক্রিকেটারের পর ফের শনিবার সকালে আরও এক পাকিস্তানি ক্রিকেটার করোনায় আক্রান্ত হওয়ায় চলতি পরিস্থিতিতে সরু সুতোয় ঝুলছে বাবর আজমদের নিউজিল্যান্ড সফরের ভবিষ্যত্।

শুক্রবারই নিউজিল্যান্ড বোর্ডের তরফে চরম সতর্কবার্তা দিয়ে বলা হয়, আর এক বার নিয়ম ভাঙলেই দেশে ফেরত পাঠাতে হবে পাক ক্রিকেটারদের। নিউজিল্যান্ডের উদ্দেশে রওনা হওয়ার আগে ক্রিকেটারদের ৪ বার করোনা পরীক্ষা করা হয়েছিল বলে জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড কিন্তু কিউইদের দেশে পৌঁছনোর পর পরীক্ষা করলে একের পর এক করোনা পজিটিভ রিপোর্ট আসতে শুরু করে।কোনও রকম অনুশীলনও করতে পারবেন না তাঁরা। এই অবস্থায় ফের এক ক্রিকেটারের করোনা পজিটিভ রিপোর্ট চাপ বাড়াচ্ছে পাকিস্তান বোর্ডের ওপর।