নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ৩১ মার্চ, করোনা নিয়ে বিভিন্ন হোয়াটস্যাপ গ্রুপে ভুল বার্তা শেয়ার করার অভিযোগে গ্রেফতার এক যুবক।গ্রেফতার করল টেকনো সিটি থানার পুলিশ। ধৃতের নাম বাপন আলী। বাড়ি নিউটাউনের পাথরঘাটা এলাকায়।পুলিশ সূত্রে খবর, আজ তাদের নজরে আসে এবং বিভিন্ন জায়গায় থেকে ফোন আসছিল যে নিউটাউন শাপুরজি আবাসনে ছয় জন করোনা আক্রান্ত হয়েছে। এরকম ম্যাসেজ বিভিন্ন হোয়াটস্যাপ গ্রুপে ঘুরছে। এরপর পুলিশ তদন্তে নেমে বাপন আলী নামে এক যুবককে গ্রেফতার করে। আজ তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
ধৃত বাপন আলী যে ম্যাসেজ বিভিন্ন গ্রুপে ফরোয়ার্ড করছিল সেটি হল- “শাপুরজিতে ছয়জনের করোনা ধরা পড়েছে। যে বিয়ে বাড়ি থেকে পাঁচ জনের হয়েছিল, ওই বিয়ে বাড়িতে এই শাপুরজির ছয়জন ছিল। কালকে (২৯/০৩/২০২০) রাতে পুলিশ এসে এম্বুলেন্স করে নিয়ে গেছে।হাসপাতালে করোনা পজিটিভ এসেছে ছয়জনের। এদের থেকেই একজন সিকিউরিটি আর তার কাকার ও হয়েছে। কেউ বাইরে বার হোস না একদম। ঘরের দরজার সামনে এসে গেছে”।এরূপ অপরাধ করলে অভিযুক্তের কড়া শাস্তি হবে এমনটাই ঘোষণা কড়া হয়েছে।