ফের কসবায় গুলির ঘটনা, আহত তরুণ

ফের কসবায় গুলির ঘটনা, আহত তরুণ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা – কসবায় ফের শুটআউটের ঘটনা ঘটল। খালপাড়ের ফাঁকা জায়গায় গুলিবিদ্ধ হলেন এক তরুণ। তাঁর বাঁ হাতের তালুতে গুলি লেগেছে। বর্তমানে তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থলটি কাউন্সিলর সুশান্ত ঘোষের বাড়ি থেকে মাত্র কয়েকশো মিটার দূরে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ এবং একটি বন্দুকও উদ্ধার হয়েছে।

আহত যুবকের নাম অভিজিৎ নাইয়া। তিনি খালপাড়ের প্রান্তিকপল্লির বাসিন্দা। প্রথমে তিনি জানান, বুধবার রাত সাড়ে ১১টা নাগাদ দুই দুষ্কৃতী মুখে মাস্ক ও মাথায় হেলমেট পরে বাইকে এসে তাঁকে লক্ষ্য করে বন্দুক তাক করে। ধস্তাধস্তির সময় গুলি ছুটে তাঁর হাতের তালুতে লাগে। এরপর দুষ্কৃতীরা পালিয়ে যায়। আহত অবস্থায় অভিজিৎকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকেই পুলিশে খবর দেওয়া হয়।

তবে তদন্তকারীরা তাঁর বয়ানে অসঙ্গতি পান। পুনরায় জিজ্ঞাসাবাদে অভিজিৎ জানান, তাঁর দুই বন্ধুর কাছে একটি ৯ মিমি পিস্তল ছিল। রাতের বেলায় তারা বন্দুকটি নাড়াচাড়া করার সময় ভুলবশত গুলি ছুটে তাঁর হাতে লাগে। এই ঘটনায় অভিজিৎ সর্দার ওরফে বাবাইকে আটক করেছে পুলিশ। উদ্ধার হয়েছে ওই পিস্তলটিও।

প্রসঙ্গত, বছর খানেক আগে কাউন্সিলর সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল। আবার সেই এলাকার কাছেই গুলির ঘটনা ঘটায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। পাশাপাশি অভিজিৎরা কীভাবে বন্দুক পেলেন, তা নিয়েও তদন্ত চলছে। সবদিকই খতিয়ে দেখছে পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top