ফের কোমোটে সাপ, আতঙ্কে পরিবার। ফের কোমোটে সাপ। ঘটনা এবার জলপাইগুড়ি নয়াবস্তি পাড়ায়। বছর খানেক আগে কোমোটে ঢুকে পরা সাপের কামরে মৃত্যু হয়েছিল এক যুবতীর। এবার সেই রকম ঘটনা না ঘটলেও সাপ উদ্ধারের পরে আতঙ্কিত হয়ে ওঠেন সংশ্লিষ্ট পরিবারের সদস্যরা। ঘটনা সুত্রের খবর জলপাইগুড়ি পুরসভা এলাকার নয়াবস্তি পাড়ায় অধিকারী বাড়িতে ঘটনা ঘটে।
শনিবার সকালে পরিবারের সদস্য অমিতাভ অধিকরী বাথরুমে গেলে সেই সময় নজরে পরে কমোটের ভেতরে একটি সাপ। বিষয়টি অন্যান্য সদস্যদের বলার পরেই আতঙ্ক ছড়িয়ে পরে। এর পরে খবর দেওয়া হয় গ্রীন জলপাইগুড়ি সেচ্ছাসেবী সংগঠনকে। কিন্তু তারা এসে কোমোট থেকে সাপটি উদ্ধার করতে না পারলেও জল ঢেলে সাপটি কোমোটের ভেতরের পাইপ থেকে অন্য একটি পাইপ দিয়ে বেড় করে দেয়। এদিন বাড়ির মালিক অমিতাভ অধিকারী জানান সাধারনত তাদের কোমোটের ঢাকনা বন্ধ থাকে।
কিন্তু সেই ঢাকনা তুলতেই কমোটে ভেতরে সাপ নজরে পরে। এর পরেই খবর দেওয়া হয় গ্রীন জলপাইগুড়িকে। এদিকে গ্রীন জলপাইগুড়ির সদস্য অঙ্কুর দাস বলেন, কোমোটের ভেতরে সাপটি এমন ভাবে ছিল যে সেটাকে হাত দিয়ে বা স্টিক দিয়ে বেড় করে নিয়ে আসা সম্ভব ছিল না। তাই বিকল্প হিসেবে জল ঢেলে সেটিকে অন্য পাইপ দিয়ে বেড় করে নিয়ে আসা হয়।
আরও পড়ুন – ছট পুজোর প্রাক মুহুর্তে শিলিগুড়িতে হদিস পাওয়া গেল সূর্যদেবের মন্দিরের
উল্লেখ্য, ফের কোমোটে সাপ। ঘটনা এবার জলপাইগুড়ি নয়াবস্তি পাড়ায়। বছর খানেক আগে কোমোটে ঢুকে পরা সাপের কামরে মৃত্যু হয়েছিল এক যুবতীর। এবার সেই রকম ঘটনা না ঘটলেও সাপ উদ্ধারের পরে আতঙ্কিত হয়ে ওঠেন সংশ্লিষ্ট পরিবারের সদস্যরা। ঘটনা সুত্রের খবর জলপাইগুড়ি পুরসভা এলাকার নয়াবস্তি পাড়ায় অধিকারী বাড়িতে ঘটনা ঘটে। শনিবার সকালে পরিবারের সদস্য অমিতাভ অধিকরী বাথরুমে গেলে সেই সময় নজরে পরে কমোটের ভেতরে একটি সাপ। বিষয়টি অন্যান্য সদস্যদের বলার পরেই আতঙ্ক ছড়িয়ে পরে।
এর পরে খবর দেওয়া হয় গ্রীন জলপাইগুড়ি সেচ্ছাসেবী সংগঠনকে। কিন্তু তারা এসে কোমোট থেকে সাপটি উদ্ধার করতে না পারলেও জল ঢেলে সাপটি কোমোটের ভেতরের পাইপ থেকে অন্য একটি পাইপ দিয়ে বেড় করে দেয়। এদিন বাড়ির মালিক অমিতাভ অধিকারী জানান সাধারনত তাদের কোমোটের ঢাকনা বন্ধ থাকে। কিন্তু সেই ঢাকনা তুলতেই কমোটে ভেতরে সাপ নজরে পরে। এর পরেই খবর দেওয়া হয় গ্রীন জলপাইগুড়িকে। এদিকে গ্রীন জলপাইগুড়ির সদস্য অঙ্কুর দাস বলেন, কোমোটের ভেতরে সাপটি এমন ভাবে ছিল যে সেটাকে হাত দিয়ে বা স্টিক দিয়ে বেড় করে নিয়ে আসা সম্ভব ছিল না। তাই বিকল্প হিসেবে জল ঢেলে সেটিকে অন্য পাইপ দিয়ে বেড় করে নিয়ে আসা হয়।