মুর্শিদাবাদ – এক সপ্তাহের মধ্যেই ফের রাজ্যে খুন হলেন এক তৃণমূল কর্মী। মুর্শিদাবাদের ভরতপুর থানার সিহালা গ্রামের বাসিন্দা ষষ্ঠী ঘোষ (৫৫) বুধবার রাতে বাড়ি ফেরার পথে দুষ্কৃতী হামলায় প্রাণ হারান। জানা গিয়েছে, রাত সাড়ে ১০টা নাগাদ ময়ূরাক্ষী নদীর বাঁধ সংলগ্ন সুনিয়া গ্রামের কাছে দুষ্কৃতীরা তাঁর উপর আচমকা হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় তাঁকে। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে এবং দ্রুত পুলিশে খবর দেয়।
পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। যদিও খুনের কারণ এখনও স্পষ্ট নয়, তবে রাজনৈতিক উদ্দেশ্য কিংবা ব্যক্তিগত শত্রুতির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে, এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
