নিজস্ব সংবাদদাতা,বীরভূম,২০ শে সেপ্টেম্বরঃ বিশ্বভারতীতে ফের চুরি হলো দু দুটি চন্দন গাছ। একেবারে রাস্তার ধারে থেকে দেখতে পাওয়া গাছ কেটে নিল দুষ্কৃতীরা। রবীন্দ্র ভবনের পিছনে একটি ও মালঞ্চ বাড়ির কাছে আরও একটি চন্দন গাছ চুরি গিয়েছে গতরাতে।
একটি চন্দন গাছকে বিশ্বভারতীর নিরাপত্তাকর্মীরা শ্যামবাটির লালবাঁধের জল থেকে উদ্ধার করে বিশ্বভারতীর নিরাপত্তা দপ্তরে রাখা হয়েছে। গত দুদিন বিশ্বভারতীর সাপ্তাহিক ছুটি থাকে। সেই সুযোগকে কাজে লাগিয়েই রবীন্দ্র ভবন ঘেরা দেওয়া কাঁটাতারের বেড়া কেটে এই চুরির ঘটনা ঘটিয়েছেন দুষ্কৃতীরা।
ঘটনার তদন্ত শুরু করেছে বিশ্বভারতীর নিরাপত্তা বিভাগ। এই ঘটনার আগেও বেশ কয়েকবার চন্দন গাছ চুরি গিয়েছে শান্তিনিকেতন থেকে। তারপরও কেন সতর্ক না হয়ে গাফিলতি তা নিয়ে প্রশ্ন তুলছেন শ্রমিকরা।