ফের চালকের তৎপরতায় প্রাণে বাঁচল হাতি

ফের চালকের তৎপরতায় প্রাণে বাঁচল হাতি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ফের চালকের তৎপরতায় প্রাণে বাঁচল হাতি। উত্তরবঙ্গের ডুয়ার্সের জঙ্গলের রাস্তায় রেল লাইনের উপর উঠে এলো জঙ্গলি হাতি। ফের একবার ট্রেন চালকের তৎপরতায় প্রাণে বাঁচল হাতি। বুধবার বিকেলের রেললাইনের ওপর উঠে পরা হাতিটিকে দেখতে পেয়ে জরুরি ব্রেক কষে হাতিকে বাঁচায় শিলিগুড়ি-বামনহাট প্যাসেঞ্জার ট্রেনের দুই চালক। ডুয়ার্সের সেবক ও বাগ্রাকোট স্টেশনের মাঝে মহানন্দার জঙ্গলের মাঝে ৩২/৬ নম্বর পিলারের কাছে আচমকাই একটি হাতি লাইনের ধারে চলে আসে।

 

ট্রেনের চালক দেখতে পেয়েই সঙ্গে সঙ্গে জরুরিকালীন ব্রেক কষে ট্রেনের গতি আরও কমিয়ে আনেন চালক অরুণাভ মিত্র ও সহচালক বাপী পাল। প্রায় মিনিট পাঁচেক পর হাতিটি জঙ্গলে ঢুকে গেলে এরপর ফের ট্রেন চলা শুরু করে। এদিন প্যাসেঞ্জার ট্রেনটি প্রায় ৪ মিনিট দাঁড়িয়ে থাকে মধ্য জঙ্গলে। হাতিটি জঙ্গলে ঢোকার পরই চালক ফের ট্রেন চালানো শুরু করেন। এই ঘটনা প্রথম নয় বিগত কয়েক মাসে একাধিকবার দেখা গিয়েছে রেললাইনের উপরে উঠে পড়েছে জঙ্গলি হাতি তবে সাম্প্রতিককালে বরাবর ট্রেন চালকের তৎপরতায় প্রাণে বাঁচানো সম্ভব হয়েছে বুনো হাতিদের।

আরও পড়ুন – সিপি(আই)এম র মিছিলে মানুষের ঢল

উল্লেখ্য, উত্তরবঙ্গের ডুয়ার্সের জঙ্গলের রাস্তায় রেল লাইনের উপর উঠে এলো জঙ্গলি হাতি। ফের একবার ট্রেন চালকের তৎপরতায় প্রাণে বাঁচল হাতি। বুধবার বিকেলের রেললাইনের ওপর উঠে পরা হাতিটিকে দেখতে পেয়ে জরুরি ব্রেক কষে হাতিকে বাঁচায় শিলিগুড়ি-বামনহাট প্যাসেঞ্জার ট্রেনের দুই চালক। ডুয়ার্সের সেবক ও বাগ্রাকোট স্টেশনের মাঝে মহানন্দার জঙ্গলের মাঝে ৩২/৬ নম্বর পিলারের কাছে আচমকাই একটি হাতি লাইনের ধারে চলে আসে।

 

ট্রেনের চালক দেখতে পেয়েই সঙ্গে সঙ্গে জরুরিকালীন ব্রেক কষে ট্রেনের গতি আরও কমিয়ে আনেন চালক অরুণাভ মিত্র ও সহচালক বাপী পাল। প্রায় মিনিট পাঁচেক পর হাতিটি জঙ্গলে ঢুকে গেলে এরপর ফের ট্রেন চলা শুরু করে। এদিন প্যাসেঞ্জার ট্রেনটি প্রায় ৪ মিনিট দাঁড়িয়ে থাকে মধ্য জঙ্গলে। হাতিটি জঙ্গলে ঢোকার পরই চালক ফের ট্রেন চালানো শুরু করেন। এই ঘটনা প্রথম নয় বিগত কয়েক মাসে একাধিকবার দেখা গিয়েছে রেললাইনের উপরে উঠে পড়েছে জঙ্গলি হাতি তবে সাম্প্রতিককালে বরাবর ট্রেন চালকের তৎপরতায় প্রাণে বাঁচানো সম্ভব হয়েছে বুনো হাতিদের।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top