ফের ছেলেধরা সন্দেহে যুবককে গণপ্রহার

ফের ছেলেধরা সন্দেহে যুবককে গণপ্রহার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান,১২ ই সেপ্টেম্বর : কখনও গরু চোর, কখনও ছেলেধরা – এইরকম গুজবে দেশের বিভিন্ন প্রান্তে গণপিটুনির ঘটনা সাম্প্রতিককালে ঘটে চলেছে। গুজব না ছড়ানো , ও গুজবে কান না দেওয়ার প্রশাসনের আবেদন সত্বেও এইরকম ঘটনা ঘটেই চলেছে। ব্যতিক্রম নয় আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলাও। সালানপুরপুর ও জামুড়িয়ার পর বুধবার রাতে অন্ডালের ছোড়া পঞ্চায়েত এলাকায় ছেলেধরা গুজবে ছড়াল আতঙ্ক। রাত্রি ৭ টা নাগাদ শংকরপুর গ্রামে অপরিচিত এক যুবককে দেখে সন্দেহ হয় গ্রামবাসীর। ওই যুবকের কথা বার্তায় অসংলগ্নতা থাকায় ছেলেধরা সন্দেহে স্থানীয় একটা ক্লাবে আটকে রেখে চলে গণপ্রহার। ব্যাপক মারধরের কারণে গুরুতর ভাবে জখম হয় ওই যুবক। পরে খবর পেয়ে উখড়া ফাঁড়ির পুলিশ আহত যুবককে উদ্ধার করে। চিকিৎসার জন্য পুলিশ খান্দ্রা গ্রামীণ হাসাতালে নিয়ে যায় ও পরে তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। বর্তমানে ওই যুবক চিকিৎসাধীন।
বুধবার সকালেই সালানপুরে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে মৃত্যু হয়েছিল ১ ব্যক্তির।প্রশাসনের পক্ষ থেকে কোনও রকম গুজব না ছড়ানো ও আইন নিজের হাতে না তুলে নিতে আবেদন জানান হয়েছে। বারবার এই ধরণের গণহিংসায় মানুষের নৃশংসতার পরিচয়ই ফুটে উঠছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top