নিজস্ব সংবাদদাতা, মালদা, ১৫ নভেম্বর, আবারও বিপুল অংকের জালনোট উদ্ধারে বড়সড় সাফল্য পেল মালদা জেলা পুলিশ। কুড়ি লক্ষ টাকার জাল নোট সহ গ্রেফতার দুই পাচারকারী। শুক্রবার দুপুরে এক সাংবাদিক বৈঠক করে এই কথা জানালেন জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া।
এদিন তিনি সাংবাদিক বৈঠক করে জানান শুক্রবার সকালে মোথাবাড়ি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সুজাপুর এলাকায় হানা দেয়। সেখানে হানা দিয়ে পুলিশ দুইজনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় কাগজে মোড়া দুটি প্যাকেট। দুটি প্যাকেট থেকে উদ্ধার হয় কুড়ি লক্ষ টাকার জাল নোট। ধৃতদের নাম সাকিল মিঞাঁ (২২) এবং সালিম মিঞাঁ(৩২)। বাড়ি গোলাপগঞ্জের শশানী। বাংলাদেশের শিবগঞ্জ জেলা থেকে নোটগুলি ভারতে পাচার করা হয়েছিল। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান মাদক কেনার জন্য এই টাকা দেওয়া হচ্ছিলো।