নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনা ,১লা আগস্ট :হাবড়া হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্য মাঝবয়সী গৃহবধূর।বুধবার সকাল আনুমানিক সাড়ে নটা নাগাদ জ্বর নিয়ে হাবড়া হাসপাতালে ভর্তি হয় হাবড়া ছয় নম্বর ওয়ার্ডের সপ্তপল্লী এলাকার বাসিন্দা লক্ষী রাহা(৫৮)।বৃহস্পতিবার সকালে মৃত্য হয় ।লক্ষ্মী রাহার পরিবারের অভিযোগ,গত রবিবার শরীরের জ্বর নিয়ে স্থানীয় এক ডাক্তারের পরামর্শ নিয়ে রক্ত পরীক্ষা করার পর রক্তে ডেঙ্গুর জীবানু ধরা পড়ে।বুধবার হাবড়া হাসপাতালে ভর্তি করার পর রক্ত পরীক্ষা করা হলে রক্তের প্লেটরেট কমে যাওয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটে।
তবে লক্ষী রাহার শ্বাসকষ্ট এবং হাই প্রেশারের সমস্যা থাকার বুধবার রাতে অবস্থার অবনতি হওয়ায় সকালেই হাসপাতালের কর্তব্যরত আয়াকে ঔষুধের জন্য বললে উল্টো আয়া তাদের চিকিৎসা না করে তর্ক জড়ায় রোগীর আত্মীয়দের সঙ্গে ।অবশেষে বৃহস্পতিবার সকালে লক্ষী রাহার মৃত্যু হলে হাসপাতালে উওেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামলাতে বিশাল পুলিশ বাহিনী হাসপাতালে উপস্থিত হয়। ঘটনায় এক আয়াকে জিজ্ঞাসাবাদ করছে হাবড়া থানার পুলিশ।