ফের ঝাড়গ্রামে মাথা চাড়া দিল ম্যালেরিয়া আতঙ্ক। বেলপাহাড়ির একই গ্রামের দুটি পরিবারের মোট ছয় জন সহ মোট সাতজন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। এদের মধ্যে একটি শিশুর শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঝাড়গ্রাম জেলা সুপারস্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ী থানার ওড়লি এলাকার জামিরডিহা গ্রামের বাসিন্দা। বিমল মাহাত (৫০), তার ছেলে সুমন মাহাত(১১), শুভঙ্কর মাহাত(৭) বেলপাহাড়ি গ্রামীন হাসপাতালে জ্বর সহ অন্যান্য উপসর্গ নিয়ে যান। সেখানে পরীক্ষার পর তাদের ম্যালেরিয়া ধরা পড়ে। এদের মধ্যে সুমন মাহাতোর অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঝাড়গ্রাম জেলা সুপারস্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
আরও পড়ুন- উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিউরো টেলি-মেডিসিন চালুর উদ্যোগ
শনিবার ওই গ্রামের বছর চোদ্দর গোলাপী মাহাত, তার বাবা ভরত মাহাত(৫০) এবং মা মালতি মাহাত বেলপাহাড়ির গ্রামীন হাসপাতালে ম্যালেরিয়া আক্রান্ত হয়ে ভর্তি হন। এছাড়াও ওই গ্রামের আরো এক জন আক্রান্ত হয়ে বেলপাহাড়িতে ভর্তি আছেন বলে জানা গিয়েছে। এদিকে জামিরডিহা গ্রামে ম্যালেরিয়া ছড়িয়ে পড়ায় উদ্বেগ ছড়িয়ে। গ্রামের প্রতিটি পরিবারকে মশারি দেওয়া হয়েছে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে। এদিকে বর্ষার আগেই বেলপাহাড়িতে যেভাবে ম্যালরিয়া ছড়িয়েছে তা উদ্বেগ বেড়েছে।
এই বিষয়ে বিনপুর দুই ব্লক স্বাস্থ্য আধিকারিক বলেন “মোট সাত জন ম্যালেরিয়াতে আক্রান্ত হয়েছে। এক জনকে ঝাড়গ্রাম জেলা সুপারস্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বাকি ছয় জন বেলপাহাড়ি গ্রামীন হাসপাতালে ভর্তি রয়েছে। আমরা টেস্টিং টানা করছি। ওই গ্রামের সবাইকে মশারি দেওয়া হয়েছে।”
উল্লেখ্য, ফের ঝাড়গ্রামে মাথা চাড়া দিল ম্যালেরিয়া আতঙ্ক। বেলপাহাড়ির একই গ্রামের দুটি পরিবারের মোট ছয় জন সহ মোট সাতজন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। এদের মধ্যে একটি শিশুর শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঝাড়গ্রাম জেলা সুপারস্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।