নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ১৭ নভেম্বর, অশোকনগর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডে ফের ডেঙ্গুতে মৃত্যু বছর পঞ্চাশের বাবলু দত্তের ।গত মঙ্গলবার জ্বর নিয়ে অশোকনগর হাসপাতালে ভর্তি হয় বাবলু। রক্ত পরীক্ষার রিপোর্টে ডেঙ্গু NS1 ধরা পরে। শনিবার থেকে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বারাসাত জেলা হাসপাতালে শনিবার রাতে রেফার করা হয়। বারাসাত হাসপাতালে নিয়ে যাওয়া সময় রাস্তাতেই মৃত্যু হয় বাবলু দত্তের।
বারাসাত হাসপাতালে নিয়ে আসলে ডাক্তাররা হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয় বলে জানান পরিবার কে । বাবলু দত্তের মৃতদেহ অশোকনগর ১৮ নম্বর এলাকায় নিয়ে গেলে স্থানীয় কাউন্সিলার অনুগামীরা সংবাদমাধ্যমের সমনে ডেড সার্টিফিকেট পরিবারকে না নিয়ে আসতে বলে। হাবড়া অশোকনগরে পরপর বেশ কয়েক জনের জ্বর বা ডেঙ্গুতে মৃত্যু হওয়ায় সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে।