নিজস্ব সংবাদদাতা, বীরভূম, ৩ ফেব্রুয়ারি, দিন কয়েক বোমা উদ্ধার বন্ধ থাকার পর ফের তাজা বোমা উদ্ধার নানুরে। ন-নগর গ্রামের একটি পুকুর পাড় থেকে দুই ড্রামভর্তি প্রায় চল্লিশটি তাজা বোমা উদ্ধার করল নানুর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাত্রে ওই গ্রামের একাধিক জায়গায় অভিযান চালায় নানুর থানার পুলিশ, এরপর গ্রামের একটি পুকুরের পাড় থেকে হদিস পাওয়া যায় বোমার।
পুলিশ সূত্রে খবর, যে বোমাগুলি উদ্ধার হয়েছে সেগুলি কৌটো বোমা ছিল। কি কারনে এই বোমাগুলিকে সেখানে মজুত করা হয়েছিল তা যদিও এখনও জানা যায়নি। রাজনৈতিক কোনও কারণে না অন্য কোন উদ্দেশ্যে রাখা হয়েছে তা খতিয়ে দেখছে নানুর থানার পুলিশ।