নিজস্ব সংবাদদাতা, ১১ জুন ২০২১: অবশেষে জল্পনার অবসান। শুক্রবার তৃণমূল ভবনে গিয়ে তৃণমূল ভবনে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন মুকুল রায় ও শুভ্রাংশু রায়। মুকুল রায় শুভ্রাংশু রায় কে স্বাগত জানান পার্থ চট্টোপাধ্যায়, উত্তরীয় পরিয়ে অভ্যর্থনা জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়।

মুকুল রায় বলেন আমার ভালো লাগছে বাংলা আবার নতুন জায়গায় ফিরবে।মমতা বন্দ্যোপাধ্যায় বলেন মুকুলকে চমকে ধমকে এজেন্সির ভয় দেখিয়ে রেখেছিল। ওর শরীরটা খারাপ হয়ে যাচ্ছিল, দলে ফিরেই ও মানসিক শান্তি পেল। আর কতজন আসবে তৃণমূলে এই প্রশ্নের উত্তরে মুকুল রায় বলেন আরো অনেকে তৃণমূলে যোগ দেবে তা আগামী দিনে দেখা যাবে।