ফের তৃনমুল ও বিজেপি সংঘর্ষে উত্তপ্ত নিউটাউন

ফের তৃনমুল ও বিজেপি সংঘর্ষে উত্তপ্ত নিউটাউন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ৬ জানুয়ারি, মাল ফেলা ও এলাকা দখল নিয়ে তৃনমুল ও বিজেপি সংঘর্ষে উত্তপ্ত নিউটাউন কদমপুকুর এলাকা।দুপক্ষের অনেকজনই আহত হয়েছে বলে দাবি।কিছুক্ষনের মধ্যেই ঘটনাস্থলে ইকোপার্ক ও টেকনোসিটি থানার পুলিশ এসে উপস্থিত হয়।পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বিজেপির অভিযোগ, তারা প্রথম থেকে ওখানে ইমারতি দ্রব্য সাপ্লাই করত। আজ সকালেও যখন মাল ফেলতে যায় অভিযোগ সেই সময় তৃনুমল-এর বহিরাগত ও এলাকার কিছু যুবক তাদের বাধা দেয়।তারপরই শুরু হয়ে যায় দুপক্ষের মধ্যে মারামারি।অপরদিকে তৃণমূল-এর অভিযোগ, “আজ আমরা মাল ফেলতে এসেছিলাম ওরা বিজেপি থেকে মাল ফেলছিল।আমরা কম্পানীর সাথে আলোচনা করে মাল ফেলতে যাই। হঠাৎ তারাই বিজেপির ছেলেদের হামলা করে।”

ঘটনায় আহত হয় দুপক্ষের বেশ কয়েকজন।খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইকোপার্ক থানা ও টেকনোসিটি থানার পুলিশ বাহিনী।জানা যায়, তার কিছুক্ষন পর আবার দু পক্ষের কিছুজন ওই প্রজেক্টের সামনে জড়ো হয়ে উত্তেজনার সৃষ্টি করে।তারপরই পুলিশ এসে লাঠি উঁচিয়ে এলাকা ফাঁকা করে দেয়।আপাতত পুলিশি নিরাপত্তায় গোটা এলাকা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top