ফের দলের দুর্নীতি নিয়ে বিরোধীদের জুতো পেটার হুঁশিয়ারি সৌগত রায়ের

ফের দলের দুর্নীতি নিয়ে বিরোধীদের জুতো পেটার হুঁশিয়ারি সৌগত রায়ের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ফের দলের দুর্নীতি নিয়ে বিরোধীদের জুতো পেটার হুঁশিয়ারি ,পাশাপাশি তৃণমূলের নাম করে তোলাবাজি করা যায় না -ডানলপে তৃণমূলের ছাত্রপরিষদের প্রতিষ্ঠা দিবস এর প্রস্তুতি সভায় এমনি মন্তব্য করেন দমদম লোকসভার সাংসদ সৌগত রায়।

 

“সি পি এম বিজেপি এবং কংগ্রেসের যদি কেউ থাকেন তাদের আমি হুঁশিয়ারি দিয়ে এই ডানলপের মোড়ে আমি বলে যাচ্ছি এখানকার তিনবারের সাংসদ হিসাবে যে আপনারা যদি নিজেদের নিয়ন্ত্রণ না করেন তাহলে এরপর যদি আপনাদের কেউ জুতো পেটা করে তাহলে আপনারা দুঃখ করবেন না আপত্তি করবেন না ,বলতে হলে ধরা পড়েছে তার বিরুদ্ধে ব্যাবস্থা নিন ,কিন্তু দিনের পর দিন বলছেন চোর ধরো জেল ভরো চোর আপনাদের বাবারাl

 

তৃণমূল কংগ্রেস তৃণমূল ছাত্র পরিষদ সবাইকে একটা কথা বারবার বলে দি তৃণমূল কংগ্রেস সাধারণ কোনো রাজনৈতিক দল নয় ,দলটা উঠে এসেছে আন্দোলনের মধ্যে দিয়ে সংগ্রামের মধ্যে দিয়ে তাই তৃণমূল কংগ্রেসের নাম করে কোনো অন্যায় কাজ করা যায় না তোলাবাজি করা যাবে না যারা করবে তাদের দলেই জায়গা থাকবে না l

আরও পড়ুন – রাজ্য সরকার ক্লাব গুলিকে দুর্গাপূজার টাকা দিলেও মৃৎশিল্পীরা পেলনা কোনও সরকারি সাহায্য

আমি জানি আপনাদের মনে একটা প্রশ্ন আছে আমাদের রাজ্যের যিনি শিক্ষা মন্ত্রী ছিলেন পার্থ চ্যাটার্জি তার সমন্ধে অভিযোগ উঠেছে যে তার ঘনিষ্ঠ জনের কাছে কোটি কোটি টাকা পাওয়া গেছে আমরা তার নিন্দা করি এবং পার্থ চ্যাটার্জিকে আমরা দোল থেকে চেটে ফেলে দিয়েছি ,যার বিরুদ্ধে দুর্নীতি স্পষ্ট অভিযোগ প্রমান আসবে যেমন পার্থর ক্ষেত্রে এসেছিলো তার তৃণমূল কংগ্রেসে জায়গা হয় না হতে পারে না হবে না এটা আমরা বলতে চাই l

কয়েকটা বাদর আছে বিজেপি করে সুকান্ত মজুমদার আর দিলীপ ঘোষ। ফের দলের

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top