ফের দারকেশ্বর নদে স্নানে নেমে মৃত্যু, এক মাসে মৃত ৮

ফের দারকেশ্বর নদে স্নানে নেমে মৃত্যু, এক মাসে মৃত ৮

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বাঁকুড়া – দারকেশ্বর নদ থেকে ফের এক মহিলার মৃতদেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ার বিষ্ণুপুরে। আজ সকালে বিষ্ণুপুর থানার অন্তর্গত দমদমা ফেরিঘাটে স্থানীয় নৌকাচালকেরা নদীর জলে দেহটি ভাসতে দেখেন। পরে তাঁরা মৃতদেহটি ঘাটে এনে পুলিশে খবর দিলে, বিষ্ণুপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম মালা শীট (বয়স আনুমানিক ৬০)। তিনি ওন্দা থানার আলিঠা গ্রামের বাসিন্দা। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, স্নানের সময় পা পিছলে নদীর স্রোতে তলিয়ে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে।

এই নিয়ে গত এক মাসে দারকেশ্বর নদীতে ডুবে প্রাণ হারালেন মোট ৮ জন। বর্ষার শুরু থেকেই দারকেশ্বর নদ বইছে উজানভর্তি স্রোত নিয়ে। বাঁকুড়ার অন্যান্য নদীর মতোই এই নদীতেও টানা নিম্নচাপ ও বৃষ্টির কারণে নদীর জলস্তর বিপজ্জনকভাবে বেড়েছে। কখনও স্নান করতে গিয়ে, আবার কখনও নদীপাড় দিয়ে হাঁটার সময় পা পিছলে পড়ে গিয়ে এই দুর্ঘটনা ঘটছে বলে মনে করছেন স্থানীয়রা।

স্থানীয়দের দাবি, প্রশাসনের তরফে কোনও সতর্কতামূলক সাইনবোর্ড বা নিরাপত্তা ব্যবস্থা নদী ঘাটগুলিতে নেই। ফলে প্রতিনিয়ত ঘটছে প্রাণঘাতী ঘটনা। নদীপাড়ে জনসচেতনতা বাড়ানো ও প্রয়োজনীয় সতর্কতা জারি করাই এখন প্রশাসনের কাছে চরম জরুরি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top