ফের দুই লক্ষ টাকার জাল নোটসহ এক পাচারকারী গ্রেফতার

ফের দুই লক্ষ টাকার জাল নোটসহ এক পাচারকারী গ্রেফতার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, মালদা, ১৮ নভেম্বর, ফের দুই লক্ষ টাকার জাল নোটসহ এক পাচারকারীকে গ্রেফতার করল মোথাবাড়ি থানার পুলিশ। রবিবার গভীর রাতে সাদুল্লাপুর এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় মোথাবাড়ি থানার এএসআই রাম সাহা, মোহাম্মদ গিয়াসউদ্দিন এবং অমর সিং-এর নেতৃত্বে একটি পুলিশের বিশেষ দল। সাদুল্লাপুর থেকেই ওই ব্যক্তিকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে দু লক্ষ টাকার জাল নোট। উদ্ধার হওয়া জালনোটগুলি সবই ৫০০ টাকার।

পুলিশ সূত্রে জানা গিয়েছে,  ধৃত ব্যক্তির নাম শফিকুল শেখ (৩০)। তার বাড়ি কালিয়াচক থানার সুজাপুর গ্রাম পঞ্চায়েতের নাজিরপুর গ্রামে। তবে ধৃত ওই ব্যক্তি দীর্ঘদিন ধরেই জালনোট কারবারের সঙ্গে যুক্ত ছিল। এর আগেও সে বেশ কয়েকবার জালনোট পাচারের কাজ করেছে। এমনকি ওপার সীমান্ত থেকে জালনোট সংগ্রহ করাই ছিল শফিকুল শেখের মূল কাজ‌। এক্ষেত্রে তাকে মোটা টাকা দিয়ে নিযুক্ত করেছিল জালনোট কারবারিদের পান্ডারা বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ।কয়েকদিন আগেই মোথাবাড়ি এলাকা থেকে পৃথকভাবে অভিযান চালিয়ে প্রায় কুড়ি লক্ষ টাকার জাল নোট উদ্ধার করে পুলিশ। তার আগে এক সপ্তাহের মধ্যে আরো দু লক্ষ টাকার জাল নোট উদ্ধার করেছিল পুলিশ। এই ঘটনায় মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছিল মোথাবাড়ি থানার পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top