রাজ্য – বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ ঘনীভূত হওয়ায় বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা, কোথাও কোথাও শুরু হয়েছে টানা বৃষ্টি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ ২৪ জুলাই থেকে আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে নদীর জলস্তর বৃদ্ধি পেতে পারে, যার ফলে নিচু অঞ্চলগুলো ফের প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
আজ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির জন্য জারি হয়েছে কমলা সতর্কতা। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ ও নদিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি হয়েছে। কলকাতাতেও দুপুরের পর থেকে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সমুদ্র উত্তাল থাকবে বলে মৎস্যজীবীদের জন্য সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি হয়েছে।
