পাকিস্তান: এক মাসও হয়নি। মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজ় সঈদকে মুক্তি দিল পাকিস্তান। গতকাল ভারত জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা রদ করে দেওয়ার পর পাকিস্তানের এই সিদ্ধান্তে জোর জল্পনা তৈরি হয়েছে কূটনৈতিক মহলে। গতকাল, পাক পার্লামেন্টে ইমরান খান হুঁশিয়ারি দিয়েছিলেন, কাশ্মীরের যা পরিস্থিতি ফের পুলওয়ামার মতো ঘটনা ঘটতে পারে।
ফের পুলওয়ামা হতে পারে হুঁশিয়ারি দেবার পরই হাফিজ় সঈদকে মুক্তি দিল পাকিস্তান
ফের পুলওয়ামা হতে পারে হুঁশিয়ারি দেবার পরই হাফিজ় সঈদকে মুক্তি দিল পাকিস্তান
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram