ফের প্রাতঃভ্রমণণে বেরিয়ে তৃণমূল সরকারকে আক্রমণ শানালেন দিলীপ ঘোষ । প্রতিদিনের মতো বৃহস্পতিবারও প্রাতঃভ্রমণ করতে বেরিয়ে তৃণমূল সরকারকে আক্রমণ শানালেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। আজই রাজ্য সফরে আসছেন অমিত শাহ। কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়ালে অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। কিন্তু কেন্দ্রের সেই অনুষ্ঠানে রাজ্যের কেউ আমন্ত্রিত নন। এই নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। রাজ্য সরকারের নেতা মন্ত্রীরা এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
আরও পড়ুন – বহরমপুরে প্রেমিকাকে কুপিয়ে খুনের ঘটনায় মূল অভিযুক্ত সুশান্তের খাবার বন্ধ! চিন্তায় পুলিশ অফিসারেরা
তাঁদের পাল্টা জবাব দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। বুধবারই তৃণমূল সরকারের বিরুদ্ধে পথে নেমেছিলেন দিলীপরা। আর এদিন তিনি বললেন, ”সরকারের পারফরম্যান্স কেমন, তা মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে। রাস্তার ধারে ধারে যুবক-যুবতীরা চাকরির জন্য ধরনা দিচ্ছে, ডিএ-এর জন্য, পেনশনের জন্য সমস্ত জায়গায় হাহাকার। মহিলারা নিজেদেরকে অসুরক্ষিত বলে মনে করছেন ,যাদের ভোট সবথেকে বেশি পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক বছরেই নাভিশ্বাস উঠে গিয়েছে।
আমি জানি না পাঁচ বছর হলে কী হবে। আর্থিক অবস্থা সব থেকে খারাপ। আর কিছুদিন পর থেকে বেতন দেওয়ার মতো অবস্থা থাকবে না সরকারের। দলের নেতৃত্ব কে দেবেন তা নিয়ে ঝামেলা হচ্ছে, আর তা সামাল দিতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে।” এখানেই শেষ নয়, বৃহস্পতিবার হতে চলা তৃণমূলের সাংগঠনিক বৈঠক নিয়েও কটাক্ষের সুর দিলীপ ঘোষের গলায়। তাঁর কথায়, ”সরকার পার্টি বলে আলাদা কিছু নেই। সরকারের মন্ত্রীদের কাছে কোন কাজ নেই, টাকা পয়সা নেই সরকারের। কোথাও গেলে জিজ্ঞাসা করা হয়, কন্ট্রাকটররা টাকা কবে পাবে। কাজের কাজ কিছু হয়নি। তাই মিটিং করে কোন লাভ নেই।
দলের লোকেদের সমস্যা হচ্ছে। তাদেরকে জবাব দিতে হচ্ছে। প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কিন্তু কিছুই করতে পারছেন না।” অমিত শাহের সফর নিয়ে অবশ্য দিলীপ ঘোষের বক্তব্য, ”মানুষ এখনও আমাদের ভরসা করে। আমরা আন্দোলন করছি, লড়াই করছি। সেই জন্যই আমাদের কর্মীরা প্রতিনিয়ত টার্গেট হচ্ছে। ক্ষয়ক্ষতি হয়েছে, অনেকেই ঘরছাড়া। মিথ্যা কেস দিয়ে জেলে ঢোকানো হয়েছে। যার ফলে মনোবলের অভাব ছিল বলে আমার মনে হয়। তবে আমরা দু তারিখ থেকে , আন্দোলনে নেমেছি। মানুষ আমাদের সমর্থন করেছে। প্রধান বিরোধী দল হিসেবে সে কাজটাই আমরা করছি।”