নিজস্ব সংবাদদাতা,ডুয়ার্স,৩ রা জুলাই :ভরা চায়ের মরশুমে ফের একটি ডুয়ার্সের চা বাগান বন্ধ হয়ে গেল ।। লক আউটের নোটিশ দিয়ে বাগান ছেড়ে চলে গেল চুয়াপাড়া বাগান কতৃপক্ষ । এর ফলে অন্ধকারে ডুবে গেল বাগানে কর্মরত প্রায় ১৮০০ শ্রমিকের ভবিষ্যৎ । বাস পরিষেবা জন্য গতকাল চুয়াপাড়া চা বাগানে ছাত্রছাত্রীরা পথ অবরোধ করে এবং এই কারণ দেখিয়ে বাগান কতৃপক্ষ বাগান লক আউট করে চলে যায় । আজ সকালে শ্রমিকরা কাজে যোগদান দিতে এসে দেখে বাগান বন্ধ ম্যানেজার নেই এবং গেটে নোটিশ ।
বাগান কতৃপক্ষ নোটিশে উল্লেখ করেছে ছাত্রছাত্রীদের পথ অবরোধ এবং দেড়শো জন বাগানে এসে বিরোধ করেছে এতে বাগানে কাজের পরিবেশ নষ্ট হচ্ছে তাই বাগান লক আউট করা হচ্ছে । এই বিষয়ে সিটু জেলা নেতা বিকাশ মাহালি জানান এটা পুরোপুরি অন্যায় বাগান কতৃপক্ষ সমস্যা হলে বাগানের শ্রমিক সংগঠনের সাথে কথা বলতো কিন্ত তা না করে শ্রমিকদের অন্ধকারের মধ্যে ফেলে দিয়ে বাগান বন্ধ করে চলে গেছে । এই বিষয়ে বাগানের শ্রমিকরা জানান যে আমরাতো কাজে ছিলাম আমরা আমাদের কাজ করছি চা পাতা তুলছি আমরা আমাদের কাজ বন্ধ করেনি তাও বাগান কতৃপক্ষ ঐ কারণে বাগান বন্ধ করে গেল*।