নিজস্ব সংবাদদাতা,বহরমপুর, ২৭শে নভেম্বর :মঙ্গলবার সকালে মুর্শিদাবাদ জেলার বহরমপুর ভাগীরথী নদী উপর রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সেতু উপর লড়ির ধাক্কা মৃত্যু হল এক মটর বাইক আরোহীর। মৃত আরোহী নাম সুরোথ কুমার মন্ডল (৬৬), মৃত বাড়ি কান্দি থানার গাতলা বেলুন গ্রামে।
মৃতের ছেলে কিরনময় মন্ডল বলেন, তার বাবা সুরোথ কুমার মন্ডল গাতলা বেলুন গ্রাম থেকে বহরমপুর ইন্দ্রপ্রস্হ এসেছিলেন ।মঙ্গলবার তার কলকাতা যাওয়ার কথা ছিল কিন্তু শরীর খারাপের কারনে যেতে পারেননি, তাই পুনরায় আবার তিনি বাড়ি ফিরে যাচ্ছিলেন গাতলা বেলুন গ্রামে। বাড়ি ফিরে যাওয়া সময় রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সেতু উপর একটি লড়ি এসে তার মোটর বাইকে ধাক্কা মারলে ঘটনাস্থলে মৃত্যু হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে ।