নিজস্ব সংবাদদাতা,সামসেরগঞ্জ,৮ ই মে :ফের বাইক সহ তিন বাইক চোরকে গ্রেপ্তার করলো সামসেরগঞ্জ থানার পুলিশ। ধৃতদের নাম আব্দুল রহিম ওরফে বিট্টু- হাতিচিত্রা, ভিকি শেখ- নতুন বাজার, রাম কর্মকার -পাহাড় ঘাঁটি। মঙ্গলবার রাতে সামসেরগঞ্জ থানার গাজিনগর আমবাগান ও রাম কর্মকারের বাড়ি থেকে মোট দুই জায়গা থেকে ৬টি বাইক ও বাইক চোরদের গ্রেপ্তার করা হয়। বুধবার তাদের জঙ্গিপুর মহুকুমা আদালতে পাঠানো হচ্ছে। বাইক চোরাচালানকারীর মূল পান্ডার খোঁজে তল্লাশি চালাচ্ছে।
ফের বাইক সহ তিন বাইক চোরকে গ্রেপ্তার করলো সামসেরগঞ্জ থানার পুলিশ
ফের বাইক সহ তিন বাইক চোরকে গ্রেপ্তার করলো সামসেরগঞ্জ থানার পুলিশ
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram