ফের বিক্ষোভ! একের পর এক জায়গায় রেল ও পথ অবরোধ

ফের বিক্ষোভ! একের পর এক জায়গায় রেল ও পথ অবরোধ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, বীরভূম, ১৬ ডিসেম্বর, বৃহস্পতিবার থেকে শুরু হওয়া CAA ও NRC’র প্রতিবাদে বিক্ষোভ এখনো একই তালে চলছে। রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি বীরভূমেও চলছে লাগাতার বিক্ষোভ। কোথাও রাস্তা অবরোধ, তো কোথাও আবার রেল। একের পর এক রেল ও পথ অবরোধে নরক যন্ত্রণায় ভুগছেন রাজ্যের বাসিন্দারা। ইতিমধ্যে রেলের তরফ থেকে গত দু’দিন ধরে বাতিল করা হয়েছে অজস্র দূরপাল্লার ট্রেন।

রবিবার বীরভূমের মারগ্রাম, লোহাপুর, নলহাটি, বাতাসপুরের পর আজ ফের একই ভঙ্গিতে চলছে বিক্ষোভ আন্দোলন। আন্দোলনকারীরা NRC, CAA এর প্রতিবাদে মুরারইয়ের ১ নম্বর ব্লকের চাতরার চৌমাথা মোড়ে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে। পথ অবরোধ থাকে প্রায় দু’ঘণ্টা। একইভাবে চাতরা স্টেশনেও রেল অবরোধ করা হয়। যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত স্টেশনে অগ্নিসংযোগ বা ভাংচুরের ঘটনা ঘটেনি।

অন্যদিকে দুবরাজপুরেও ক্যাব ও এনআরসির প্রতিবাদে একটি প্রতিবাদ মিছিল বের হয়। যেখানে প্রথমে প্রতিবাদকারীরা শহরজুড়ে মিছিল করে। কিন্তু পরক্ষনেই কেউ বা কারা দুবরাজপুরের পাওয়ার হাউস মোড়ের কাছে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ শুরু করে। সেই অবরোধও চলে প্রায় ঘণ্টাখানেক।জাতীয় সড়ক অবরোধের খবর পেয়ে দুবরাজপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তারা অবরোধকারীদের সাথে কথা বলে অবরোধ তুলে নিলেও একের পর এক এইভাবে সড়ক থেকে রেলপথ অবরোধে ভোগান্তির শিকার হতে হচ্ছে রাজ্যবাসীদের।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top