ফের বিজেপিতে ভাঙ্গন তৃণমূলের যোগদান ৫০ জন

ফের বিজেপিতে ভাঙ্গন তৃণমূলের যোগদান ৫০ জন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ফের বিজেপিতে ভাঙ্গন তৃণমূলের যোগদান ৫০ জন। ২১,শে জুলাই যত এগিয়ে আসছে তত বিরোধী শিবির থেকে তৃণমূলের যোগদানের হিড়িক পড়েছে বসিরহাট এক নম্বর ব্লকের নিমদরিয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের সাকচুড়ায় তৃণমূলের একুশে জুলাই প্রস্তুতি সভায় মিছিল করে বিজেপি থেকে প্রায় ৫০ জন তৃণমূলের যোগদান করলেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন। বসিরহাটের তৃণমূলের দক্ষিণের বিধায়ক সপ্তসি বন্দোপাধ্যায়, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য শাহানুর মন্ডল। নিম দরিয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহারব মন্ডল বসিরহাটের আইনি ছেলের সভাপতি অরিন্দম গোলদার ভাস্কর মিত্র সহ তৃণমূল নেতৃত্ব।

 

বিজেপি নেতা সঞ্জয় দাস বলেন, তৃণমূলের উন্নয়নের শরিক হতে মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ অনুপ্রাণিত হতে আমরা তাই তৃণমূলে যোগদান করলাম। আগামী দিনে এই দলের হয়ে কাজ করব। পাশাপাশি শাহানুর মন্ডল বলেন, সামনে ২৩ এর পঞ্চায়েত ভোট প্রস্তুতি সভার মধ্য দিয়ে আমরা কর্মীদের বার্তা দিচ্ছি, স্বচ্ছ যোগ্য নেতাকর্মীদের এবারের পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী করা হবে। দল দুর্নীতির সঙ্গে কোন আপোষ করবে না। ২৩,র পর ২০২৪, যেভাবে কেন্দ্রীয় সহকার সব বেসরকারিকরণ করছে, পাশাপাশি গ্যাস দ্রব্যমূল্য বৃদ্ধি মানুষ নাজেহাল হয়ে যাচ্ছে,তাতে ২০২৪ সালে আমাদের কেন্দ্র থেকে বিজেপিকে উৎখাত করাই আমাদের মূল লক্ষ্য।

আরও পড়ুন – কিভাবে বানাবেন ছোলে ভাটুরে রেসিপি

উল্লেখ্য, ২১,শে জুলাই যত এগিয়ে আসছে তত বিরোধী শিবির থেকে তৃণমূলের যোগদানের হিড়িক পড়েছে বসিরহাট এক নম্বর ব্লকের নিমদরিয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের সাকচুড়ায় তৃণমূলের একুশে জুলাই প্রস্তুতি সভায় মিছিল করে বিজেপি থেকে প্রায় ৫০ জন তৃণমূলের যোগদান করলেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন। বসিরহাটের তৃণমূলের দক্ষিণের বিধায়ক সপ্তসি বন্দোপাধ্যায়, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য শাহানুর মন্ডল। নিম দরিয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহারব মন্ডল বসিরহাটের আইনি ছেলের সভাপতি অরিন্দম গোলদার ভাস্কর মিত্র সহ তৃণমূল নেতৃত্ব।

 

বিজেপি নেতা সঞ্জয় দাস বলেন, তৃণমূলের উন্নয়নের শরিক হতে মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ অনুপ্রাণিত হতে আমরা তাই তৃণমূলে যোগদান করলাম। আগামী দিনে এই দলের হয়ে কাজ করব। পাশাপাশি শাহানুর মন্ডল বলেন, সামনে ২৩ এর পঞ্চায়েত ভোট প্রস্তুতি সভার মধ্য দিয়ে আমরা কর্মীদের বার্তা দিচ্ছি, স্বচ্ছ যোগ্য নেতাকর্মীদের এবারের পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী করা হবে। দল দুর্নীতির সঙ্গে কোন আপোষ করবে না। ফের বিজেপিতে

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top