মঙ্গলবার সকালে ফের বিদ্যুৎ সাহার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করতে যায় পুলিশ। পাশাপাশি ঘটনাস্থল খতিয়ে দেখে পুলিশ। ওই ঘটনায় বাড়িতে থাকা সিসি ক্যামেরার ফুটেজ যাচাই করে দুষ্কৃতিদের ধরার চেষ্টা করছে পুলিশ। ইতিমধ্যে দুজন সন্দেহভাজনকে আটকও করেছে পুলিশ। যে অফিসটিতে গুলি চালানো হয়েছে সেটি স্থানীয় তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর দুলাল দত্তের নির্বাচনি কার্যালয় হিসেবে ব্যবহার হয়েছিল। সিসি ক্যামেরার ফুটেজ যাচাই করে পুলিশ জানতে পেরেছে, রাতে ওই কার্যালয়ের সামনে একটি বাইকে করে মুখ ঢাকা অবস্থায় নামে দুজন দুষ্কৃতি। বাইক থেকে নেমে কার্যালয়ে ঢুকে যায়।
একজন আচমকা গুলি করে ফের বাইকে করে পালিয়ে যায়। আরও জানা গিয়েছে, বিদ্যুৎ সাহা এর আগে দুবার জমি কারবার করতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল। এমনকি ছয়মাস জেলও খেটেছিল। সেই সূত্র ধরেই তদন্ত এগোতে চাইছে পুলিশ। ওই ঘটনায় দুলাল দত্ত বলেন, “এর আগে জমির সংক্রান্ত ঘটনায় গ্রেপ্তার হয়েছিল। তবে এই ঘটনায় রাজনৈতিক কোন বিষয় নেই। আমার নির্বাচনি কার্যালয় ছিল। তবে সেটা আর নেই। পুলিশ ঘটনার তদন্ত করে দেখছে।” চিকিৎসক রঞ্জন পাল চৌধুরী বলেন, “গুলিবিদ্ধ রোগীর অবস্থা সংকোটজনক। বুলেট বের করা হয়নি। ভেন্টিলেশনে লাইফ সাপোর্ট সিস্টেমে রাখা হয়েছে।”
আরও পড়ুন – সাংবাদিক বৈঠকে, মমতা – মোদী কে এক যোগে আক্রমন অধীর চৌধুরীর
উল্লেখ্য, মঙ্গলবার সকালে ফের বিদ্যুৎ সাহার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করতে যায় পুলিশ। পাশাপাশি ঘটনাস্থল খতিয়ে দেখে পুলিশ। ওই ঘটনায় বাড়িতে থাকা সিসি ক্যামেরার ফুটেজ যাচাই করে দুষ্কৃতিদের ধরার চেষ্টা করছে পুলিশ। ইতিমধ্যে দুজন সন্দেহভাজনকে আটকও করেছে পুলিশ। যে অফিসটিতে গুলি চালানো হয়েছে সেটি স্থানীয় তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর দুলাল দত্তের নির্বাচনি কার্যালয় হিসেবে ব্যবহার হয়েছিল। সিসি ক্যামেরার ফুটেজ যাচাই করে পুলিশ জানতে পেরেছে, রাতে ওই কার্যালয়ের সামনে একটি বাইকে করে মুখ ঢাকা অবস্থায় নামে দুজন দুষ্কৃতি। বাইক থেকে নেমে কার্যালয়ে ঢুকে যায়।
একজন আচমকা গুলি করে ফের বাইকে করে পালিয়ে যায়। আরও জানা গিয়েছে, বিদ্যুৎ সাহা এর আগে দুবার জমি কারবার করতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল। এমনকি ছয়মাস জেলও খেটেছিল। সেই সূত্র ধরেই তদন্ত এগোতে চাইছে পুলিশ। ওই ঘটনায় দুলাল দত্ত বলেন, “এর আগে জমির সংক্রান্ত ঘটনায় গ্রেপ্তার হয়েছিল। তবে এই ঘটনায় রাজনৈতিক কোন বিষয় নেই। আমার নির্বাচনি কার্যালয় ছিল। তবে সেটা আর নেই। পুলিশ ঘটনার তদন্ত করে দেখছে।” চিকিৎসক রঞ্জন পাল চৌধুরী বলেন, “গুলিবিদ্ধ রোগীর অবস্থা সংকোটজনক। বুলেট বের করা হয়নি। ভেন্টিলেশনে লাইফ সাপোর্ট সিস্টেমে রাখা হয়েছে।”