নিউজ ডেস্ক ১৩অক্টোবর ২০২০:হঠাৎই এসবিআইয়ের নেট ব্যাঙ্কিং এর সমস্যা হওয়ায় বিপাকে পড়তে হলো গ্রাহকদের। এসবিআইয়ের কর্তপক্ষের তরফে টুইট করে একথা জানানো হয়।

এ দিন ব্যাঙ্ক তরফে জানানো হয় গ্রাহকদের টাকা পয়সা লেনদেনে কোনো সমস্যা হবেনা। এটিএম ও পিওএস মেশিন ঠিকঠাক কাজ করছে তবে সমস্যা হচ্ছে সংযোগের। এসব কারণেই বিপর্যস্ত হয়েছে কোর ব্যাঙ্কিং ও। কাজের মাঝে হঠাৎ করে এরকম বিপত্তি ঘটায় গ্রাহকদের কাছে ক্ষমা চেয়েছেন এসবিআই কর্তপক্ষ। এর পাশাপশি খুব তাড়াতাড়ি সমস্যা কাটিয়ে কাজে ফেরার আশ্বাস দিয়েছে এসবিআই।