ফের বুনো দাঁতাল-এর হানায় প্রাণ হারালেন এক যুবক

ফের বুনো দাঁতাল-এর হানায় প্রাণ হারালেন এক যুবক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রাম , ১৭ ই জুন :ফের বুনো দাঁতাল-এর হানায় প্রাণ হারালেন এক যুবক। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম এর পশরো গ্রামে রবিবার রাতে। বুনো দাঁতাল শূড়ে জড়িয়ে পিষে মেরে ফেলে বৈদ্যনাথ মান্ডি ২৩ নামে এক যুবককে। সোমবার সকাল থেকেই স্থানীয় বাসিন্দারা মৃতদেহ ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন।ঘটনাস্থলে বনদপ্তরের আধিকারিক ও পুলিশ এলে বিক্ষোভের সন্মুখীন হয়। তাদের দাবি ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে এবং পরিবারের একজনকে স্থায়ী চাকরি দিতে হবে।মৃতদেহ ঘিরে ১০ টা পর্যন্ত বিক্ষোভ চলে,বনদপ্তরের ক্ষতিপূরণের আশ্বাস মেলায় মৃতদেহ তুলতে দেন গ্রামবাসী রা । জানা গিয়েছে, রবিবার রাতের খাবার খেয়ে, প্রকৃতির ডাকে সাড়া দিতে মাঠে গিয়েছিলেন, ওই সময় দলমার দাঁতাল এর হানায় প্রাণ হারান তিনি। নিহত বৈদ্যনাথ মান্ডি পেশায় একজন দিনমজুর। তার দিনমজুরি তেই সংসার নির্বাহ হতো। কেননা বৈদ্যনাথ মান্ডি র ভাই ও দুই বোন তিনজনেই প্রতিবন্ধী। রোজগারের আর কেউ নেই।এলাকায় এখনো ১৫ টি হাতি রয়েছে, যা দুটি ভাগে বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে।

RECOMMENDED FOR YOU.....