ফের বেআইনিগাছ কাটার অভিযোগ, কেশপুরের চরকা গ্রামে বাজেয়াপ্ত গাড়ি গাড়ি কাঠ! ফের বেআইনি গাছ কাটার অভিযোগ উঠল কেশপুরের চরকা গ্রামে! খবর পেয়ে অভিযানে নেমে প্রায় ১০ গাড়িরও বেশি কাঠ উদ্ধার করল বনদপ্তর! মঙ্গলবার বিশেষ সূত্রে বনদপ্তর এর কাছে খবর আছে কেশপুরের চরকা গ্রামে বনদপ্তরের থেকে বেআইনিভাবে গাছ কেটে স্টক করা হচ্ছে। বনদপ্তর এর পক্ষ থেকে বিশেষ অভিযান চালানো হয়।
সারাদিন ধরেই চলছে বেআইনিভাবে মজুদ রাখা কাঠ উদ্ধারের কাজ। কেশপুর পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মদক্ষ অনিল ঘোষ জানান, বনদপ্তর এর গাফিলতিতে এই ধারনের ঘটনা ঘটে থাকতে পারে। পাশাপাশি তিনি আরো দাবি করেন যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বনসৃজন গড়ে তোলার জন্য গাছ লাগানোর উপরে জোর দিচ্ছে, সেখানে কিভাবে বনদপ্তরের গাফিলতিতে এত গাছ কাটা হয় অন্যত্র চলে যাচ্ছে।
বনদপ্তরের আধিকারিক শীতল ভূঁইয়া জানান আমাদের কাছে খবর আসার সঙ্গে সঙ্গেই আমরা উদ্ধার কাজে হাত লাগিয়েছি। পাশাপাশি পরবর্তী দিন এই ধরনের ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে আমরা তদন্ত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করব। সাধারণ মানুষের বক্তব্য রাতের অন্ধকারে নয় দিনের বেলায় গাছ কেটে গ্রামের অলিতে গলিতে রাখা হয়। বনদপ্তরের অফিসের হাফ কিলোমিটারের মধ্যে কিভাবে ঘটল এই ঘটনা সে নিয়েই উঠছে প্রশ্ন?
আরও পড়ুন – নন্দীগ্রামে দলীয় কর্মীদের সাথে প্রধানমন্ত্রী মন্কিবাদ শুনলেন বিরোধী দলনেতা শুভেন্দু!
উল্লেখ্য, ফের বেআইনিগাছ কাটার অভিযোগ, কেশপুরের চরকা গ্রামে বাজেয়াপ্ত গাড়ি গাড়ি কাঠ! ফের বেআইনি গাছ কাটার অভিযোগ উঠল কেশপুরের চরকা গ্রামে! খবর পেয়ে অভিযানে নেমে প্রায় ১০ গাড়িরও বেশি কাঠ উদ্ধার করল বনদপ্তর! মঙ্গলবার বিশেষ সূত্রে বনদপ্তর এর কাছে খবর আছে কেশপুরের চরকা গ্রামে বনদপ্তরের থেকে বেআইনিভাবে গাছ কেটে স্টক করা হচ্ছে। বনদপ্তর এর পক্ষ থেকে বিশেষ অভিযান চালানো হয়।
সারাদিন ধরেই চলছে বেআইনিভাবে মজুদ রাখা কাঠ উদ্ধারের কাজ। কেশপুর পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মদক্ষ অনিল ঘোষ জানান, বনদপ্তর এর গাফিলতিতে এই ধারনের ঘটনা ঘটে থাকতে পারে। পাশাপাশি তিনি আরো দাবি করেন যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বনসৃজন গড়ে তোলার জন্য গাছ লাগানোর উপরে জোর দিচ্ছে, সেখানে কিভাবে বনদপ্তরের গাফিলতিতে এত গাছ কাটা হয় অন্যত্র চলে যাচ্ছে।
বনদপ্তরের আধিকারিক শীতল ভূঁইয়া জানান আমাদের কাছে খবর আসার সঙ্গে সঙ্গেই আমরা উদ্ধার কাজে হাত লাগিয়েছি। পাশাপাশি পরবর্তী দিন এই ধরনের ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে আমরা তদন্ত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করব।