ফের বেআইনি অস্ত্র সহ গ্রেফতার দুই দুষ্কৃতি

ফের বেআইনি অস্ত্র সহ গ্রেফতার দুই দুষ্কৃতি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, চুচূড়া, ২৫ নভেম্বর,  আবার বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার । জায়গা সেই কুখ্যাত রবীন্দ্রনগর । গ্রেফতার দুই দুস্কৃতি। এবারও মিলেছে কারবাইন এর মতো মারাত্বক অস্ত্র । তাও আবার একসঙ্গে দুটো । সঙ্গে মা স্কেট , দোনলা ও এক নলা বন্দুক , নাইন এম এম , সেভেন এম এম , পিস্তল , সব মিলিয়ে ১৯ টি আগ্নেয়াস্ত্র । আর গুলি প্রায় ১০০ রাউন্ড । উল্লেক্ষ্য ঠিক তিনমাস আগে ২৫ আগস্ট রবীন্দ্রনগরের কুখ্যাত ডন টোটন বিশ্বাস কে তার দুই সাগরেদ সহ গ্রেফতার করেছিল চন্দন নগর পুলিশ কমিশনারেটের ডিটেকটিভ ডিপার্টমেন্ট । সেদিন ও তার কাছ থেকে উদ্ধার হয়েছিলো একটি কারবাইন সহ একাধিক অস্ত্র ও গুলি । এদিন চুচূড়ায় নিজের অফিসে এক সাংবাদিক সন্মেলন করে সিপি চন্দননগর হুমায়ুন কবীর জানান , “চুচূড়া রবীন্দ্রনগরে টোটোন ও তার দলবল সমান্তরাল প্রশাসন চালাচ্ছে দীর্ঘদিন ধরে , আমি এখানে আসার পরই জানিয়েছিলাম, এটা আমি বন্ধ করবো । পাশাপাশি রবীন্দ্রনগর সন্ত্রাস মুক্ত করবো । তারপর থেকেই ওই এলাকায় আমাদের অফিসারেরা লাগাতার রেইড করছিলেন”। টোটোনের গ্রুপের  কমান্ড ছিলো প্রসেনজিত সাহা ওরফে ন্যাপা সেও একজন কুখ্যাত সমাজবিরোধী । আর তার সাগরেদ মিলন সিং , দুজনকেই গ্রেফতার করে তাদের জেরা করে রবীন্দ্রনগর এলাকা থেকে এই বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে।

কবীর জানান , “আজ পর্যন্ত রবীন্দ্রনগর এলাকা থেকে মোট ৪০ টি অস্ত্র উদ্ধার হয়েছে , গুলি পাওয়া গেছে প্রায় ৬৫০ রাউন্ড , আর টোটোনের গ্যাং এর মোট ২৬ জন কে গ্রেফতার করা হয়েছে । আরও কিছু ছেলে আছে তারা বাংলাদেশে কেটে পড়েছে , আমরা নজর রাখছি , এখানে এলেই ধরবো । আরও কিছু অস্ত্র আসছে রবীন্দ্রনগরে। সেগুলো উদ্ধারের জন্য লাগাতার রেইড চলবে । কিন্তু কারবাইন এল কোথা থেকে এ প্রশ্ন থেকে যায়। সিপি র বক্তব্য একটি কারবাইন অরিজিনাল, গান ফ্যক্টরি থেকে বেরিয়েছে । এছাড়া বেশ কিছু অস্ত্র আসল । আবার কিছু মুণ্গেরে তৈরী । আসল অস্ত্র গুলি কি করে অস্ত্র কারখানা থেকে বাইরে এলো এটা নিয়ে আমরা প্রয়োজনে সিআইডি র সাহায্য নেব ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top