নিজস্ব সংবাদদাতা, চুচূড়া, ২৫ নভেম্বর, আবার বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার । জায়গা সেই কুখ্যাত রবীন্দ্রনগর । গ্রেফতার দুই দুস্কৃতি। এবারও মিলেছে কারবাইন এর মতো মারাত্বক অস্ত্র । তাও আবার একসঙ্গে দুটো । সঙ্গে মা স্কেট , দোনলা ও এক নলা বন্দুক , নাইন এম এম , সেভেন এম এম , পিস্তল , সব মিলিয়ে ১৯ টি আগ্নেয়াস্ত্র । আর গুলি প্রায় ১০০ রাউন্ড । উল্লেক্ষ্য ঠিক তিনমাস আগে ২৫ আগস্ট রবীন্দ্রনগরের কুখ্যাত ডন টোটন বিশ্বাস কে তার দুই সাগরেদ সহ গ্রেফতার করেছিল চন্দন নগর পুলিশ কমিশনারেটের ডিটেকটিভ ডিপার্টমেন্ট । সেদিন ও তার কাছ থেকে উদ্ধার হয়েছিলো একটি কারবাইন সহ একাধিক অস্ত্র ও গুলি । এদিন চুচূড়ায় নিজের অফিসে এক সাংবাদিক সন্মেলন করে সিপি চন্দননগর হুমায়ুন কবীর জানান , “চুচূড়া রবীন্দ্রনগরে টোটোন ও তার দলবল সমান্তরাল প্রশাসন চালাচ্ছে দীর্ঘদিন ধরে , আমি এখানে আসার পরই জানিয়েছিলাম, এটা আমি বন্ধ করবো । পাশাপাশি রবীন্দ্রনগর সন্ত্রাস মুক্ত করবো । তারপর থেকেই ওই এলাকায় আমাদের অফিসারেরা লাগাতার রেইড করছিলেন”। টোটোনের গ্রুপের কমান্ড ছিলো প্রসেনজিত সাহা ওরফে ন্যাপা সেও একজন কুখ্যাত সমাজবিরোধী । আর তার সাগরেদ মিলন সিং , দুজনকেই গ্রেফতার করে তাদের জেরা করে রবীন্দ্রনগর এলাকা থেকে এই বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে।
কবীর জানান , “আজ পর্যন্ত রবীন্দ্রনগর এলাকা থেকে মোট ৪০ টি অস্ত্র উদ্ধার হয়েছে , গুলি পাওয়া গেছে প্রায় ৬৫০ রাউন্ড , আর টোটোনের গ্যাং এর মোট ২৬ জন কে গ্রেফতার করা হয়েছে । আরও কিছু ছেলে আছে তারা বাংলাদেশে কেটে পড়েছে , আমরা নজর রাখছি , এখানে এলেই ধরবো । আরও কিছু অস্ত্র আসছে রবীন্দ্রনগরে। সেগুলো উদ্ধারের জন্য লাগাতার রেইড চলবে । কিন্তু কারবাইন এল কোথা থেকে এ প্রশ্ন থেকে যায়। সিপি র বক্তব্য একটি কারবাইন অরিজিনাল, গান ফ্যক্টরি থেকে বেরিয়েছে । এছাড়া বেশ কিছু অস্ত্র আসল । আবার কিছু মুণ্গেরে তৈরী । আসল অস্ত্র গুলি কি করে অস্ত্র কারখানা থেকে বাইরে এলো এটা নিয়ে আমরা প্রয়োজনে সিআইডি র সাহায্য নেব ।