নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ৭ জানুয়ারি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পারদ ছিল ভাটপাড়াকে কেন্দ্র করে। ভাটপাড়া পৌরসভা দখলকে কেন্দ্র করে জোর কদমে চলছিল রাজনৈতিক যুদ্ধ। ফের ভাটপাড়ায় রাজত্ব করবে তৃণমূল।
ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং কে পেছনে ফেলে ভাটপাড়া পৌরসভা দখল করল তৃণমূল কংগ্রেস। হাজার ১৯/০ কাউন্সিলারের জয়ী হলেন তৃণমূল কংগ্রেস। এদিন উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।সাথে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনার ডিএম নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক ও ব্যারাকপুরের তৃণমূল কংগ্রেসের অবজারভার সুবোধ অধিকারী সহ একাধিক নেতৃত্বগণ।