শীঘ্রই জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন পাক মিডিয়াম পেসার হাসান আলি। পাত্রী ভারতীয় শামিয়া আর্জু। পেশায় ইঞ্জিনিয়ার শামিয়ার বাড়ি হরিয়ানার মেওয়াটে। বর্তমানে এমিরেটস এয়ারলাইনসে কর্মরত তিনি। সব ঠিকঠাক থাকলে আগামী ২০ আগস্টই চারহাত এক হতে চলেছে হাসান-শামিয়ার। গোটা বিষয়টি স্পষ্ট করতে নিজেই টুইট করেন হাসান আলি। এবার আরও এক পাক ক্রিকেটারের সঙ্গে নতুন সংসার পাততে চলেছেন ভারতীয় কন্যা। যা নিয়ে ইতিমধ্যেই নেটদুনিয়ায় চর্চা শুরু হয়ে গিয়েছে।
https://twitter.com/RealHa55an/status/1156176920305909760