নিজস্ব প্রতিবেদক,উত্তর ২৪পরগণা:- ফের ভুয়ো জলের কারখানার হদিস।দক্ষিণ খিলকাপুরে এক কারখানায় অভিযান চালায় বারাসত এনফর্সমেন্ট গ্রুপ ও দত্তপুকুর থানা।এলাকায় যে অবৈ জলের কারবার চলত তা জানতে পারেনি স্থানীয় মানুষ।আচমকাই দত্তপুকুর থানার পুলিশ নিয়ে অভিযান চালায় এনফোর্সমেন্ট গ্রুপ।

বাজেয়াপ্ত করে ওই কারখানার পানীয় জল তৈরি করার যাবতীয় সরঞ্জাম।আটক করা হয় কারখানার মালিক কে।দক্ষিণ খিলকাপুর অঞ্চল সভাপতি জানান এই বিষয়ে পঞ্চায়েতের তরফ থেকে কোন অনুমতি প্রয়োজন হয় না,এলাকার মানুষ ব্যবসা করছে এতটুকু জানেন।এখানে যে অবৈধ জলের কারবার চলতো তা জানা নেই।এনফোর্সমেন্ট গ্রুপের কাছে সঠিক অভিযোগ ছিল বলেই কারাখানায় এই অভিযান চলে বলে জানান অঞ্চল সভাপতি সুশান্ত মন্ডল।