ফের ভেজাল ঘি এর রমরমা ব্যবসা নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়ার উত্তর বেলেমাঠপাড়া এলাকায়। আটক সুব্রত ঘোষ নামে এক ব্যবসায়ী । বৃহস্পতিবার গভীর রাতে গোপনসূত্রে খবর পেয়ে নদিয়ার এনফোর্সমেন্ট ব্রাঞ্চের প্রতিনীধী দল হানা দেয় সুব্রত ঘোষের বাড়িতে এরপর ঐ বাড়ি থেকে আট জার ভেজাল ঘি উদ্ধার করে পাশাপাশি বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করে নিয়ে যায়।সুব্রত ঘোষের স্ত্রীর বক্তব্য এই এলাকায় সব বাড়িতেই ভেজাল ঘি এর কারবার চলে, এলাকায় সকলেই এই কারবারে যুক্ত।ডালডার সাথে তেল মিশিয়ে তৈরি হয় এই ঘি।দীর্ঘদিন ধরে এই কারবার এই এলাকায়।এই ধরণের ঘি এর বাজার দর ১২০ টাকা থেকে ১৩০ টাকা।এখনও বাড়িতে পরে রয়েছে সমস্ত সরঞ্জাম। পুলিশ কারখানাটি সিল করেছে।