নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান, ৭ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার মধ্যরাত প্রায় ১টা ৪৫ মিনিটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটল বার্ণপুরের আপার রোডে। ৮ থেকে ১০টি দোকান পুড়ে ভস্মীভূত হয়েযায়। ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, ঝুপড়ির পাশাপাশি বেশ কয়েকটি ভালো দোকান পুড়ে ছাই হয়ে যায়।যেমন ইলেকট্রনিক দোকান, মোটর বাইকের পার্টসের দোকান ও মোদিখানা দোকানের সাথে সাথে কংক্রিটের দোকানেও আগুন লেগে যায়।আগুন নিয়ন্ত্রণে আনলেও ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৫০ লক্ষ টাকা। কয়েকমাস আগেও এরকম আগুনের ঘটনা ঘটেছিল।ফের আবার এরূপ ঘটনার কারণ তল্লাশি করছে পুলিশ।