
নিউজ ডেস্ক,অসম: ফের ভয়াবহ নৌকাডুবি অসমে ।জিয়াভরলী নদীতে তলিয়ে গেল একটি যাত্রী বোঝাই নৌকা। ঘটনায় নিখোঁজ প্রায় ৮০-৯০ জন।জানা গিয়েছে, যাত্রীবাহীনৌকাটি বিহিয়া গাঁও থেকে যাচ্ছিল তেজপুরে যাওয়ার পথে শোণিতপুর জেলায় দুর্ঘটনাটি ঘটে । খবর পেয়ে উদ্ধারকাজ শুরু করে রাজ্য মোকাবিলা বাহিনী। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।



















