ফের মাদক সহ গ্রেফতার চার

ফের মাদক সহ গ্রেফতার চার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ, ৩ জানুয়ারি, গোপন সূত্রে খবর পেয়ে সুতি থানার পুলিশ মাদক সহ চারজন ব্যক্তিকে গ্রেফতার করল।পুলিশ সূত্রে জানা গেছে গতকাল গভীর রাতে পুলিশ হানা দিয়ে লিচুতলা এলাকা থেকে চারজন ব্যক্তিকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে উদ্ধার হয় ৩০০গ্রাম হিরোইন, ১০ লিটার ফেন্সিডিল ও একটি গাড়ি। ধৃতদের নাম মোরসালিম মহলদার, হাবিবুর সেখ- সানাউল সেখ-ও সিতল শেখ। এদের তিনজনের বাড়ি মালদা কালিয়াচক একজনের বাড়ি সুতি থানা অন্তর্গত।

পুলিশের কড়া নজরদারি থাকা সত্বেও চলছে বেআইনি কারবার।জানা গিয়েছে, বহুদিন ধরেই পুলিশের কানে আসে এরূপ চক্রের আর তারই সূত্রে পুলিশ বৃহস্পতিবার সেখানে যায়।তবে এই চক্রে আরও কেউ যুক্ত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।আজ অভিযুক্তদের জঙ্গিপুর আদালতে তোলা হয়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top