ফের মুখ্যমন্ত্রীকে আইনশৃঙ্খলা নিয়ে কড়া চিঠি পাঠালো রাজ্যপাল

ফের মুখ্যমন্ত্রীকে আইনশৃঙ্খলা নিয়ে কড়া চিঠি পাঠালো রাজ্যপাল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

১৫ই জুন, ২০২১ :ফের মুখ্যমন্ত্রীকে আইনশৃঙ্খলা নিয়ে কড়া চিঠি পাঠালো রাজ্যপাল। সূত্রের খবর , মঙ্গলবার দিল্লি যাচ্ছেন রাজ্যপাল । সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে তাঁর দেখা করার কথা। তাঁদের বৈঠকে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে বলে খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও তাঁর দেখা হতে পারে বলে সূত্রের খবর। দিল্লি যাওযার আগে মুখ্যমন্ত্রীকে যে চিঠি লিখেছেন সেখানে রাজ্যপাল লিখেছেন, ‘রাজ্যে ভোট পরবর্তী হিংসা, রক্তপাত, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা অব্যাহত। চলছে লাগাতার নারী নির্যাতন, বিরোধীদের সম্পত্তি ধ্বংস।

অথচ গোটা ঘটনায় আপনি আশ্চর্যজনক ভাবে নীরব এবং নিষ্ক্রিয়। বারবার দৃষ্টি আকর্ষণের পরেও মন্ত্রিসভায় একদিনও আলোচনা করেননি। দুর্গতদের স্বার্থে কোনও পদক্ষেপ করা হয়নি।’রাজ্যপাল আরও লিখেছেন, ‘এভাবে মানবাধিকার ও মর্যাদা লঙ্ঘন গণতন্ত্রের পক্ষে লজ্জার। আইন অনুযায়ী প্রশাসন ও পুলিশের পদক্ষেপ করা উচিত। কিন্তু তেমন কিছু ঘটছে না। দুর্গতরাই প্রশাসন ও পুলিশকে ভয় পাচ্ছেন’ ।রাজ্যপাল চিঠিতে লিখেছেন, ‘ভোট পরবর্তী হিংসা নিয়ে মন্ত্রিসভায় আলোচনা করা হোক। আইনশৃঙ্খলার স্বার্থে প্রয়োজনীয় সব পদক্ষেপ করা হোক।’ যদিও এখনো পর্যন্ত এই চিঠির পাল্টা কোনো মন্তব্য করতে শোনা যায় নি মুখ্যমন্ত্রীকে। তবে সরব হতে দেখা গিয়েছে তৃণমূল কর্মীদের।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top