মুর্শিদাবাদ – মুর্শিদাবাদে ফের বোমা বিস্ফোরণের ঘটনা ঘটল। রেজিনগর থানার অন্তর্গত ছেতিয়াণী গ্রামে বোমা বাঁধতে গিয়েই ঘটে এই বিস্ফোরণ। এই ঘটনায় নিখোঁজ হন তকিপুরের বাসিন্দা ওসমান বিশ্বাস।
ঘটনাটি ঘটে গতকাল রাতে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওসমান বিশ্বাস ছেতিয়াণী গ্রামে বোমা বাঁধার কাজ করতে এসেছিলেন। কাজ শুরু হতেই আচমকা ঘটে প্রবল বিস্ফোরণ। বিস্ফোরণের পর থেকেই নিখোঁজ হয়ে যান তিনি।
ওসমানের পরিবার জানিয়েছে, বিস্ফোরণের তীব্রতায় হয়তো তিনি প্রাণ হারিয়েছেন। তবে এখনও তাঁর দেহ খুঁজে পাওয়া যায়নি। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
