ফের রহস্য জনক মৃত্যু অভিনেত্রীর, যোধপুর পার্কের ফ্ল্যাট থেকে উদ্ধার দেহ

ফের রহস্য জনক মৃত্যু অভিনেত্রীর, যোধপুর পার্কের ফ্ল্যাট থেকে উদ্ধার দেহ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্ক ১১ ডিসেম্বর ২০২০ :কিছু দিন আগেই রহস্য জনক মৃত্যু হয়েছিল তামিল অভিনেত্রী ভি জে চিত্রার।আবারও রহস্য মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে যোধপুর পার্কে।

সকাল ১০টা নাগাদ পরিচারিকা এসে ডাকাডাকি করেও তাঁর সাড়া পাননি। ফোনও বেজে যায়। সন্দেহ হওয়ায় প্রতিবেশীদের খবর দেন তিনি। পরে পুলিশ এসে অভিনেত্রী আরিয়া বন্দ্যোপাধ্যায়ের মৃতদেহ উদ্ধার করে। দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে রক্তের দাগ মিললেও, দেহে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাঁর আসল নাম দেবদত্তা বন্দ্যোপাধ্যায়, পরে আরিয়া নামেই পরিচিতি পান। দিবাকর বন্দ্যোপাধ্যায়ের ছবি ‘লাভ সেক্স অউর ধোকা’ দিয়ে বলিউডে হাতেখড়ি তাঁর। স্নাতকোত্তর শিক্ষা শাস্ত্রীয় সঙ্গীতে। আরিয়া সেতার বাদক পণ্ডিত নিখিল বন্দ্যোপাধ্যায়ের মেয়ে।পুলিশ সূত্রে খবর, যোধপুর পার্কের একটি বহুতলে থাকতেন অভিনেত্রী। তিন তলার ফ্ল্যাটের বিছানায় তাঁর দেহ পড়েছিল। নাকে রক্তের দাগ ছিল। ঘরের দরজা বন্ধ ছিল ভিতর থেকে। বমি লেগেছিল মুখে ও নাকে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কোনও কিছু অতিরিক্ত মাত্রায় খেয়ে ফেলার জন্য তাঁর মৃত্যু হতে পারে। আরিয়া নেশাগ্রস্ত ছিলেন কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশকে এ প্রসঙ্গে ওই পরিচারিকা জানিয়েছেন, আরিয়া খুব একটা কথাবার্তা বলতেন না। বাড়িতে একটা কুকুর রয়েছে।তাঁকে নিয়েই কাটাতেন। ঘরেও বেশি লোকের যাতায়াত ছিল না। বৃহস্পতিবারেও কথা হয়েছে ফোনে। তিনি বলেন, ”সকাল ১০টায় এসে কলিংবেল বাজালাম। ফোন করলাম, তা-ও সাড়া পাইনি।”

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top