দক্ষিণ দিনাজপুর – দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ফের ভুল ইঞ্জেকশন দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার রাতে একসঙ্গে ৮-১০ জন প্রসূতির শরীর খারাপ হয়ে পড়ে। উপসর্গ এক — কাঁপুনি, শ্বাসকষ্ট, বুকে ব্যথা।
পরিবারের অভিযোগ, একটি নির্দিষ্ট ইঞ্জেকশন দেওয়ার পরেই এই পরিস্থিতি তৈরি হয়। অভিযোগ উঠেছে, রোগীদের অভিযোগ করলে পরিবারদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়।
ঘটনার খবর পেয়ে রাতেই হাসপাতালে পৌঁছান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুদীপ দাস। বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে শুরু হয় নজরদারি। দু’জন প্রসূতিকে স্থানান্তর করা হয় সিসিইউ-তে।
জেলাশাসক জানান, রোগীরা সুস্থ না হওয়া পর্যন্ত হাসপাতাল ত্যাগ করবেন না। তবে ঠিক কোন ইঞ্জেকশন দেওয়া হয়েছিল, এবং তা ঠিক ছিল কিনা, তা নিয়ে এখনও ধোঁয়াশা।
এর আগে একইরকম ঘটনা ঘটেছিল মেদিনীপুর মেডিক্যালে। এবার বালুরঘাটে ফের সেই আতঙ্ক! স্বাস্থ্য দফতরের পরবর্তী পদক্ষেপের দিকেই নজর এখন সকলের।
