ফের হাতে হাত দিয়ে শুরু করল এক নতুন সম্পর্ক ‘কার্তিক-সারা’

ফের হাতে হাত দিয়ে শুরু করল এক নতুন সম্পর্ক ‘কার্তিক-সারা’

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

১৭ জানুয়ারি, প্রথম ভালো লাগা থেকেই শুরু হয় একসাথে পথ চলা।হাতে হাত দিয়ে শুরু হয় প্রেমের নতুন সম্পর্ক।কার্তিক-সারা সেভাবেই শুরু করেছিল তাদের প্রেমের সম্পর্ক।পাপারাৎজিরা ঠিক এভাবে দেখেই ক্যামেরাবন্দি করতেন তাঁদের।তবে সেই প্রেম আজ অনেকটাই ফিকে হয়েগিয়েছে।কারণ এবার কার্তিকের পাশ থেকে সারার জায়গা কেড়ে নীল অন্যকেউ।করণ জোহরের শো থেকে যে প্রেমকাব্য লেখা শুরু সেটা এভাবেই হয়তো শেষ হল! তবে এই প্রেমের গল্প কেনই বা টুকরো হল তার উত্তর যদিও তৈরি করেই রেখেছেন পরিচালক ইমতিয়াজ আলি।আগামী ১৪ ফেব্রুয়ারি ছবি মুক্তির পরই সেই উত্তর আসবে সকলের সামনে।

গতকাল মুক্তি পেল ইমতিয়াজ আলির নতুন ছবি ‘লাভ আজকাল’-এর পোস্টার৷ পোস্টারে যেন ফের প্রকাশ পেল সারা-কার্তিক প্রেম৷ছবিতে তাঁদের চরিত্রের নাম বীর-জো।পোস্টারটি সোশ্যাল মিডিয়া শেয়ার করেছেন সারা ও কার্তিক দু’জনেই৷ এই ছবির শ্যুটিং ফ্লোরেই নাকি প্রেম শুরু হয় সারা ও কার্তিকের। ছবির ট্রেলার মুক্তি পাবে শুক্রুবার৷ আর ছবি মুক্তি পাবে প্রেমের দিবস অর্থাৎ ১৪ ফেব্রুয়ারিতে।ছবির পোস্টার মনে করিয়ে দিচ্ছে গত মার্চের কথা। শুটিং শেষ হওয়ার প্রথম ঝলক সামনে এনেছিলেন কার্তিক। শুট শেষ হয় জুলাইয়ে। সেই ছবি পোস্ট করে সারা-কার্তিক-ইমতিয়াজ লিখেছিলেন, যাত্রা শেষ। মনখারাপ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top