জামাইষষ্ঠীর সকালে ফের ৭০ কেজি ওজনের বাঘা আইড় মাছ ধরা পড়ল সংকোশ নদীতে। ভুটানে ক্রমাগত বৃষ্টির জেরে, জল বেড়েছে নদীর তার জেরেই গত কয়েকদিন ধরে সংকোশ নদীর ঘোলা জলে প্রায়সই ধরা পড়ছে ৩২ ,৩০,৪০ কেজি ওজনের বাঘা আইড় মাছ। গতকালও অর্থাৎ শনিবার ৮৫ কেজি ওজনের বাঘাইড় মাছ ধরা পড়ে এই নদীতেই। যা পরবর্তীতে আসমের ধুবরীর মাছ বাজারে বিক্রি হয় ৪৮ হাজার টাকা দরে।
সেই মত রবিবার সকালে কোচবিহার জেলার নাজিরান দেওতিখাতা এলাকার সংকোশ নদীতে, মাছ ধরতে গিয়ে প্রায় ৭০ কেজি ওজনের বাঘাইড় মাছ ধরা পড়ে স্থানীয় জেলে, সোলেমান শেখ, নুরুদ্দিন শেখ, সিরাজুল শেখ, রিয়াজুল শেখ দের জালে। সেখানেই প্রায় ৬৫০ টাকা কেজি দরে, প্রায় ৪৫ হাজার টাকায় নদীতেই বিক্রি হয় সেই মাছ।
আরও পড়ুন – সুজিত বসুর অনুগামীদের রাতের অন্ধকারে বেধড়ক মারধরের অভিযোগ সব্যসাচী অনুগামীদের বিরুদ্ধে
উল্লেখ্য, জামাইষষ্ঠীর সকালে ফের ৭০ কেজি ওজনের বাঘা আইড় মাছ ধরা পড়ল সংকোশ নদীতে। ভুটানে ক্রমাগত বৃষ্টির জেরে, জল বেড়েছে নদীর তার জেরেই গত কয়েকদিন ধরে সংকোশ নদীর ঘোলা জলে প্রায়সই ধরা পড়ছে ৩২ ,৩০,৪০ কেজি ওজনের বাঘা আইড় মাছ। গতকালও অর্থাৎ শনিবার ৮৫ কেজি ওজনের বাঘাইড় মাছ ধরা পড়ে এই নদীতেই। যা পরবর্তীতে আসমের ধুবরীর মাছ বাজারে বিক্রি হয় ৪৮ হাজার টাকা দরে।
সেই মত রবিবার সকালে কোচবিহার জেলার নাজিরান দেওতিখাতা এলাকার সংকোশ নদীতে, মাছ ধরতে গিয়ে প্রায় ৭০ কেজি ওজনের বাঘাইড় মাছ ধরা পড়ে স্থানীয় জেলে, সোলেমান শেখ, নুরুদ্দিন শেখ, সিরাজুল শেখ, রিয়াজুল শেখ দের জালে। সেখানেই প্রায় ৬৫০ টাকা কেজি দরে, প্রায় ৪৫ হাজার টাকায় নদীতেই বিক্রি হয় সেই মাছ।